কর্মস্থলে সাফল্য প্রবাসী কুম্ভের, মনমালিন্যে আশঙ্কা মেষের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : কেমন যাবে বছরের শেষ দিন? দিনের শুরুতেই চলুন জেনে নেই কেমন যাবে আজ সারাদিন-
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পিতার সাথে কোনো বিষয়ে মনমালিন্য হবার আশঙ্কা। কর্মস্থলে আপনার নুতন দায়িত্ব লাভের যোগ দেখা যায়। প্রভাবশালী কোনো ব্যক্তি বা বন্ধুর কাছ থেকে কিছু সাহায্য আশা করতে পারেন। চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি তুলনামূলক ভালো যাবে। কর্মস্থলে আপনার ভাগ্য আপনার সহায় হবে। ব্যবসায়ীক কাজে পিতার সাহায্য পেতে পারেন। বৈদেশিক কাজে অগ্রগতি। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বৈদেশিক বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভ।
মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়িতে কোনো টাকা পাঠানোর প্রয়োজন হতে পারে। রাস্তাঘাটে ছোট খাটো দূর্ঘটনার আশঙ্কা প্রবল। আজ চিকিৎসকের স্মরনাপন্ন হতে পারেন। ব্যবসায়ীক কাজে কিছু টাকা ঋণ করতে হবে। পুলিশি হয়রানী বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করা যায়।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। অংশিদারী কোনো কাজে লাভ হবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগে অগ্রগতি। কোনো বন্ধুর সাথে বেড়াতে যেতে পারেন। জীবন সাথীর সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার যোগ।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাবে। বাড়িতে বা কর্মস্থলে কাজের লোকের কারনে কিছুটা অস্থির থাকবেন। কোনো মূল্যবাণ দ্রব্য নষ্ট হতে পারে। বয়স্কদের কোমড় ও হাটুর পীড়া বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীর সাথে কোনো কর্মসংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হতে পারে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের ভালো আয়ের সুযোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যে কিছু লাভের আশা করা যায়। সন্তানের সাথে কোথাও বেড়াতে যাবেন। পরীক্ষার্থীরা পরীক্ষায় সফল হওয়ার সুযোগ পাবেন। অভিনয় ও কন্ঠ শিল্পীদের নুতন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয় ও বন্ধুদের সাহায্য পেতে পারেন। জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। আজ কর্মস্থলে আপনার কোনো মনবাঞ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা। প্রতিযোগীতামূলক কাজে সফল হবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক কাজে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। সংবাদ কর্মী ও প্রকাশকরা ভালো সংবাদ আশা করতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ লাভ।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ বকেয়া টাকা পয়সা আদায়ে সফল হতে পারেন। খুচরা ও পাইকারী বাণিজ্যে আশানুরুপ লাভের সুযোগ রয়েছে। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা কিছু রোজগারের সুযোগ পাবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন যোগ।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে কোনো অংশিদারের সাহায্য আশা করা যায়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সফল হবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল থেকেই ব্যয় বৃদ্ধি পাবে। বড় ভাই বোনের সাথে কোনো বিষয়ে তর্ক হতে পারে। বন্ধুর সঙ্গে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। বৈদেশিক কাজে সাফল্য পাবেন। বিদেশ থেকে কোনো ভালো সুযোগ আসবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য আশা করা যায়।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে সকাল সকালই কোনো ভুল বুঝাবুঝি দেখা দেবে। বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়ীদের আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। কন্ট্রাকটারী কাজে বকেয়া বিল আদায় করতে পারবেন। বন্ধুর সাহায্যে কোনো ঠিকাদারী কাজের সুযোগ আসতে পারে। বকেয়া বিল বেতন আদায় হতে পারে।