গাজীপুর
শ্রীপুরে আগুনে পুড়েছে ২০ ঘর (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকার এক বাড়িতে আগুন লেগে ২০ ঘর পুড়ে গেছে।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ ও স্থানীয়রা জানান, বেলা পৌণে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কাউন্সিলর জিলাল উদ্দিন দুলালের টিনের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ২০ ঘর এবং ওইসব ঘরের আসবাবপত্র পুড়ে যায়। ওয়াটার হিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।