আয় হতাশাজনক বৃষের, কাজের চাপ বাড়বে মীনের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ওষুধ আমদানির ব্যবসা ভালো হবে। একই সঙ্গে খাদ্যদ্রব্যের ব্যবসাও ভালো চলবে। বিদেশ ভ্রমণের যোগ আছে।
বৃষ : আত্মীয় ও বন্ধুর জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে আইনি সমাধান হবে। আয় হতাশাজনক।
মিথুন : শারীরিক পীড়া থাকলেও স্ত্রীর পদোন্নতিতে আনন্দ যোগ আছে। রাজনীতিবিদদের ঝামেলায় পড়ার সম্ভাবনা। তবে দাম্পত্য কলহ দেখা দিতে পারে।
কর্কট : চাকরির জন্য শুভ সময়। দাম্পত্য কলহের সমাপ্তি ঘটতে পারে। রোগ ভয় থাকলেও সম্পত্তি প্রাপ্তি যোগ আছে।
সিংহ : আয় থেকে সংসারে ব্যয় বাড়বে। সন্তানের উন্নতিতে আনন্দ ও গর্ব বাড়বে। অবৈধ প্রেমে বদনাম রটতে পারে।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সন্তানের বিদেশযাত্রা আছে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
তুলা : চাকরি থেকে ব্যবসা ভালো হবে। নতুন যোগাযোগে আয় বাড়বে। আত্মীয়রা উপকারে আসবে।
বৃশ্চিক : মেজাজ ঠান্ডা করে পারিবারিক ক্ষেত্র নিয়ন্ত্রণ করুন। আয় বাড়বে ও সংসারে শান্তি থাকবে।
ধনু : রাজনীতিবিদদের দিনটি বিশেষ কৃতকার্যের দিন। আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।
মকর : বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। স্বদেশে চাকরিতে পদোন্নতি হবে। ব্যয় বাড়বে।
কুম্ভ : কর্মক্ষেত্রের ঝামেলা এড়াতে পারলে ভালো ব্যবসা হবে। অর্থ সঞ্চয় হবে। বিদেশ ভ্রমণ আনন্দময় হবে।
মীন : কাজের চাপ বাড়বে। অর্থ সঞ্চয় হবে। পুরনো আশা পূরণ হবে।