কাজাখস্তানে বিমান দুর্ঘটনা, নিহত ৯
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ১০০ আরোহী নিয়ে কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় নিহত হয়েছে ৯ জন। শুক্রবার বিমান বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে আলমাতি বিমানবন্দরে বেক এয়ারের বিমানটি উড্ডয়ন করছিল। এ সময় একটি দেয়াল ভেঙ্গে এটি দ্বিতল ভবনকে আঘাত করে।
কাজাখ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি রাজধানী নুর সুলতানের দিকে যাচ্ছিল। উড্ডয়নের সময় এটি উচ্চতা হারিয়ে একটি প্রাচীর ভেঙ্গে দ্বিতল ভবনে আঘাত হানে।
জরুরি সেবা কমিটি জানিয়েছে, অন্তত ৯ জন নিহত হয়েছে।
সরকার ও আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ৯৫ জন যাত্রী ও পাঁচ জন ক্রু ছিল। বেঁচে যাওয়া লোকদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর এলাকায় শুক্রবার সকালে ঘন কুয়াশা ছিল।
কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমার্ত শোক প্রকাশ করে বলেছেন,‘যারা এর জন্য দায়ী, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে’।