বেআক্কেলের মতো কাম কইরা ফেলছি, আমি দুঃখিত : মুক্তিযুদ্ধ মন্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমি রাজাকারদের তালিকা যাচাই না কইরাই বেআক্কেলের মতো কাম কইরা ফেলছি, এটা বোকামি হয়েছে। আমি দুঃখিত।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আমার নাম যদি রাজাকারের তালিকায় আস্তো আমি যে কষ্ট পেতাম, আমার সহকর্মী ভাইদের নাম যেখানে এসেছে আমি ঠিক একইভাবে কষ্ট পেয়েছি।’
বৃহস্পতিবার দুপুরে নওগাঁয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাজাকারের তালিকা প্রকাশের পর জল ঘোলা কম হয়নি। পরে অবশ্য বিতর্কের মুখে তা স্থগিত করে মন্ত্রণালয়। অনেকদিন পর হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবার স্বীকার করলেন, বেআক্কেলের মতো রাজাকারের তালিকা প্রকাশ করা ভুল হয়েছে।
মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রক্ষিত তালিকা আর প্রকাশ করা হবে না। এবার নির্ভুলভাবে প্রকাশের জন্য গ্রাম থেকে কমিটির মাধ্যমে তালিকা নেয়া হবে। কারও হুংকারে রাজাকারের তালিকা বন্ধ হবে না বলেও ঘোষণা দেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।