কালিয়াকৈরে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে স্বর্ণা আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
ঘটনার পর থেকে সৎ বাবা মশিউর রহমান(৪৫) পলাতক রয়েছে।
নিহত স্বর্ণা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বানিয়ারপুল কাচারিবাড়ি গ্রামের মৃত মশির আলীর মেয়ে।
স্বর্ণা তার মা ও সৎ বাবার সঙ্গে কালিয়াকৈর উপজেলার শাহাজ উদ্দিন এর বাড়িতে থাকতো। সে স্থানীয় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
নিহত স্বর্ণার বড় ভাই রুবেল হোসেন জানায়, ৬ বছর বছর আগে তাদের বাবা মশির আলী মারা যাওয়ার পর মশিউর রহমানের সাথে তার মা রুপালী আক্তারের বিয়ে হয়। এরপর থেকে কালিয়াকৈর উপজেলার আহমদ নগর চৌরাস্তা শাহাজ উদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো রুপালী বেগম। প্রায়ই মশিউর এর সাথে রুপালির টাকা পয়সা নিয়ে ঝগড়া হতো। এই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার বিকেলে স্বর্ণার গলা কেটে হত্যার পর মশিউর পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত স্বর্ণার সৎ বাবা মশিউরের সাথে তার মা রুপালির সঙ্গে ভোর চারটার দিকে ঝগড়া হয়। পরে প্রতিদিনের মত সকালে রুপালি কারখানায় কাজে চলে যায়। বিকেলে পাশের রুমে স্বর্ণার গলা কাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত আটটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।