আলোচিত

ভিপি নুরুলসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা মুক্তিযুদ্ধ মঞ্চের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ভিপি নুরুলসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজিমুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘নুরুলসহ মোট ২৯ জনকে আসামি করে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।’

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে ঢুকে হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিলেন। হামলায় নুরুল ও তাঁর বেশ কয়েকজন সহযোগী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহতও রয়েছেন কয়েকজন।

হামলার ঘটনায় ছাত্রলীগ ও ডাকসুর ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে ভিপি নুরুল মামলা করেছেন। ভিপি নুরুলের পক্ষে গত মঙ্গলবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৷

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button