রাশিফল

উচ্চাশায় মীন, আইনি জটিলতায় মেষ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসায় কোনো কারণে অশান্তি দেখা দিতে পারে। চাকরিস্থলে উর্ধ্বতনের কাছ থেকে অপদস্থ হতে পারেন। আইনি কোনও জটিলতা বাড়তে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মস্থলে শুভভাব বজায় থাকবে। উর্ধ্বতনরা প্রসন্ন থাকবে। পরিবারের পরিবেশ শুভ থাকবে। অর্থযোগ খুব একটা ভালো থাকবে না।

মিথুন: (২২মে – ২১ জুন)
নতুন কর্মে আনন্দলাভ। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। অর্থযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চাকরিস্থলে সুনাম বাড়তে পারে। চোখের কোনও অসুবিধার জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। সাংস্কৃতিক শিক্ষার্থীর জন্য শুভ সময়।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আলোচনা হতে পারে। মুখমণ্ডলে কোনও রোগ বাড়তে পারে। কর্মযোগে কোনো বিবাদ বাড়তে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সম্পত্তি নিয়ে ভাইবোনে অশান্তি বা কোনও প্রকার মামলা হতে পারে। প্রাপ্তিযোগ শুভ। খেলোয়াড়দের জন্য ভালো খবর আসবে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়ে শুভযোগ বর্তমান। কোনও পাওনা অর্থ ফেরত আসতে পারে। পরিবারের কারণে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারে শান্তি বিরাজ করার জন্য কর্মে তাগিদ বাড়বে। ব্যবসায় শুভ ফলের আশা রাখতে পারেন। শরীরের কোনও অঙ্গে কষ্ট বাড়বে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিবারের সমস্যায় নমনীয় মনোভাব দেখাতে পারেন। সন্তানের ব্যবহারে শান্তি পাবেন। ব্যবসার জন্য কোনো ঘনিষ্ঠর থেকে বাড়তি অর্থ পেতে পারেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মে মনোযোগ। পরিবারে আপনার ওপর আস্থা বৃদ্ধি পাবে। ব্যবসায় আয়-ব্যয়ের সমতা ঠিক থাকবে না। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
জমানো অর্থ ব্যয় হতে পারে। হাঁপানির প্রকোপ বাড়তে পারে। মধ্যাহ্নের পর শুভ খবর পেতে পারেন। ব্যবসায়ে শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মনে কোনো উচ্চাশার জন্ম নিতে পারে। পরিবারে কোনও দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন কোনও সম্পত্তি লাভ হতে পারে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button