খেলাধুলা
মেসিরাই পাচ্ছেন সর্বোচ্চ বেতন
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বেতন দেওয়ার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গ্লোবাল স্পোর্টস স্যালারিজের এক সমীক্ষায় মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানদের বেতন এ বছর সর্বোচ্চ।
বার্সার পরের জায়গাটি ধরে রেখেছে সার্জিও রামোস-গ্যারেথ বেল-করিম বেনজেমাদের রিয়াল মাদ্রিদ।
১২টি দেশের ১৮টি শীর্ষ লিগের ৩৫০টি ক্লাবের মূল দল পরিচালনার খরচের ওপর জরিপটি চালিয়েছে স্পোর্টিং ইন্টেলিজেন্স। যেখানে সর্বোচ্চ বেতনভুক্ত সেরা দশের সাতটি দলই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) ক্লাবগুলোর দখলে।
সমীক্ষায় দেখা যায়, বেতনের দিক দিয়ে বার্সার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। দুইয়ে থাকা রিয়ালের গড় খরচ ৮৯ লাখ পাউন্ড। তালিকায় তিনে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।