কর্মক্ষেত্রে চাপ বাড়বে মেষের, অনিশ্চয়তায় ভুগবেন মকর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে চাপ বাড়বে। শারীরিক ক্লান্তি থাকলেও মানসিক উৎফুল্লতাও বিরাজ করবে। পরিবারের সাথে ভ্রমণযোগ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মভাবে কথাবার্তা বা মেজাজ হারানোর সম্ভবনা। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ। চিন্তার দ্বারা সঠিক পথে পরিচালনা।
মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটিতে গ্রহ নক্ষত্রদের মিশ্র প্রভাব থাকবে। বুদ্ধিদীপ্ত ও ব্যবসা সম্পর্কিত বিষয়গুলিতে অংশ নেওয়ার জন্য সময়টি ভালো। কর্মক্ষেত্রে সফল হয়ে উঠতে পারেন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দাম্পত্য জীবনে শান্তিলাভ। উজ্জ্বল নক্ষত্রগুলির আনুকূল্য পাবেন। কর্মক্ষেত্রে ও আর্থিক দিকে সুফল পাওয়ার আশা রাখতে পারেন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দিনটি রোমাঞ্চকর ভাবে কাটবে। শীতকালীন সুসময়কে উপভোগ করবেন। চমকপ্রদ কারও সঙ্গে আজ দেখা হতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
মেজাজ নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। আইনি জটিলতা। খারাপ মন্তব্য শুনতে হতে পারে। প্রিয়জনের থেকে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মযোগে শুভ। ব্যবসায়ে অর্থাগম। পরিবারের সঙ্গে অংশদিারী ব্যবসা নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। স্নায়ু সমস্যা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিশ্রম তুলনায় ফল দেরিতে ফল পাবেন। সিদ্ধান্ত নিতে কিছুটা বিভ্রান্তও বোধ করতে পারেন। পরিবারে সঙ্গে সুন্দর সময় কাটবে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ভ্রাতৃসুলভ ভালোবাসাটি প্রদর্শন করতে পারেন। কথাবার্তার মাঝখানে নতুন ব্যবসার ভাবনা চলে আসতে পারে। যাবতীয় কথাবার্তা থেকেই লাভবান হবেন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তায় ভুগবেন। বিভ্রান্ত হওয়ার সম্ভবনা। সংবেদনশীল হয়ে পড়তে পারেন। মায়ের সঙ্গে ভালো সময় কাটবে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
উচ্চমানের চিন্তাভাবনা ও মধুর কথাবার্তায় আপনি অন্যদের প্রভাবিত করবেন। যে বিষয়গুলিতে সংবেদনশীলতার প্রয়োজন সেগুলিতে আপনি যথেষ্ট সংবেদনশীল থাকবেন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সন্তুষ্টি লাভ। নিজের প্রচেষ্টাগুলি খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রদর্শিত করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনও পরিকল্পনা করতে পারেন।