গাজীপুর

কালীগঞ্জ যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার: গ্রেপ্তার ‘কথিত’ দুই সাংবাদিক

গাজীপুর কণ্ঠ : কালীগঞ্জ যুব মহিলা লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় ‘কথিত’ দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ‘কথিত’ দুই সাংবাদিকরা হলো কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের মৃত ফুলু বক্সের ছেলে আখতারুজ্জামান (৪২) ও বাঙ্গাল হাওলা গ্রামের লোকমান হোসেন নূরের ছেলে ছেলে আসাদুজ্জামান নূর(৩৫)।

রোববার (২২ ডিসেম্বর) কালীগঞ্জে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আখতারুজ্জামান, আসাদুজ্জামান ও পলাতক আসামি বালীগাঁও গ্রামের জলিল মুন্সির ছেলে মুক্তাদির (৩৭), ভাদার্ত্তী গ্রামের সোহেলের স্ত্রী নাসরিন সুলতানা মৌসুমী (৩৫) এবং বাহাদুরসাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জহিরুলের স্ত্রী বেতুয়া গ্রামের ইসরাত জাহান পাপিয়া (২৮) পরস্পর যোগসাজসে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তার বিরুদ্ধে ফেইসবুকের মাধ্যমে মিথ্যা অপবাদ প্রচার করে মানহানীসহ নাজেহাল করার চেষ্টা করছে।

গ্রেপ্তারকৃতরা এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন বলে জানিয়েছেন এলাবাসী।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাকিব হাসান জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে অভিযান পরিচালনা করে আখতারুজ্জামান ও আসাদুজ্জামানকে গ্রেপ্তারের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(২), ২৫(২), ২৯(১), ৩৫(২) ধারায় অভিযোগ করা হয়েছে (মামলা নাম্বার ১৩(১২)১৯।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button