চান্দনায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১
গাজীপুর কণ্ঠ : ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেনের জেরে মহানগরের চান্দনা পূর্বপাড়া এলাকায় আরিফ হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে ।
রোববার দিবাগত মধ্যরাতে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় ইয়াসিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আরিফ হোসেন চান্দনা পূর্বপাড়ার বাচন আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি ঢাকার কেরাণীগঞ্জে। আটককৃত ইয়াসিন চান্দনা পূর্বপাড়ার মৃত শাজাহান খানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আরিফ হোসেন প্রায় ১৫ বছর ধরে চান্দনা পূর্বপাড়ায় বাস করতেন। তিনি বিভিন্ন গার্মেন্টসে স্টক লটের ব্যবসা করতেন। স্থানীয় ইয়াসিন ও শামীমের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। তারা বোরবার রাতে আরিফকে আটকে রেখে ফোনে তার স্ত্রীর কাছে পাওনা টাকা চান। আরিফের স্ত্রী ও স্বজনরা বিকাশের মাধ্যমে তাদেরকে ৩০ হাজার টাকা তাদের দেন। রাত ১টার দিকে তারা ফের ফোন করে জানান, আরিফ আহত অবস্থায় চান্দনা পূর্বপাড়ার একটি বাগানবাড়িতে পড়ে আছেন। স্বজনরা আরিফকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ।
জিএমপি’র বাসন থানার এসআই মো. ইব্রাহিম খলিল জানান, নিহতের দুই হাতের রগ ও আঙুল কাটা ছিল। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
জিএমপির বাসন থানার ওসি কাউসার আহমেদ চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত ইয়াসিনকে আটক করা হয়েছে। ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।