কন্যার পদোন্নতি, মকরের যাত্রা শুভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
সুফলে বাধা। কর্মযোগে অস্থিরতা বা দুশ্চিন্তাতে ভুগবেন। অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আছে। আর্থিক দিক শুভ। স্বাস্থ্য সমস্যা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আর্থিক দিক থেকে দিনটি লাভদায়ী। কর্মক্ষেত্রেও দিনটি সুখবর আনতে পারে। চাকুরীজীবীদের জন্য দিনটি অনুকূল। বেতন বৃদ্ধি ও পদোন্নতির প্রত্যাশা রাখতে পারেন।
মিথুন: (২২মে – ২১ জুন)
জীবিকা ক্ষেত্রে আপনি লাভবান হবেন। বিনোদনমূলক কাজেও লিপ্ত হতে পারেন। কর্মভাবে অবনতি হতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অবস্থার উন্নতি। হতাশা, ক্রোধ, বিরক্তি অথবা আলস্য ঘিরে থাকবে। ইতিবাচক মানসিকতায় বজায় রেখে জীবন যুদ্ধে এগিয়ে চলুন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে সাফল্য। বেতন বৃদ্ধি ও পদোন্নতির আশা রাখতে পারেন। বিদেশ যাত্রার ডাক পেলেও পেতে পারেন। আর্থিক যোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
জীবিকা ক্ষেত্রে আজ আপনার লাভ হওয়ার সম্ভাবনা। আপনার ঊর্ধ্বতনদের খুশি করতে পারবেন। পদোন্নতি বা বেতনবৃদ্ধির আশা রাখতে পারেন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দিনের প্রথমভাগে যথেষ্ট আনন্দ ও সন্তুষ্টি লাভ করবেন। দিনটি আপনার অনুকূলে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রিয়জনদের সঙ্গে কটূক্তি। বাগবিতণ্ডার সৃষ্টি। ছোটোখাটো সমস্যা। স্বাস্থ্যের অবনতি। দিনের শেষভাগে অবস্থার উন্নতি হবে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দিনটি অনুভূতিশীল। প্রভাবিত হতে পারেন। শারীরিকভাবে ভালো অবস্থায় নাও থাকতে পারেন। কর্মযোগে আক্রমণাত্মক মানসিকতা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নক্ষত্রদের কুপ্রভাব। শিক্ষার্থীদের জন্য দিনটি কঠিন হয়ে উঠতে পারে। বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। যাত্রা যোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে নিজের কর্মদক্ষতা সফল্য এনে দেবে। সামাজিক ক্ষেত্রে আপনার বিশেষ প্রতিপত্তি লাভের সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত সম্মান বৃদ্ধি।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ক্রোধ সংযমহীন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে মানসিকভাবে অস্থির ও অধৈর্য করে তুলতে পারে।