সারাদেশ

জাপানে আইসিটি প্রকল্পে নিয়োগ পেলেন আট বাংলাদেশি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাইকম সলিউশন জাপান লিমিটেড (কেএসজেএল) ও সান কোম্পানি লিমিটেড জাপান যৌথভাবে তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল বিদ্যায় সমৃদ্ধ দেশ জাপানের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশি আটজন আইটি বিশেষজ্ঞ নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বনানী বারিধারার পার্ক রোডের নাসেন্ট গারডেনিয়া হোটেলের বল রুমে এক অনুষ্ঠানে বাংলাদেশি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার (সিএসই) তিন নারীসহ আটজনের হাতে চূড়ান্ত নিয়োগপত্র ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

জাপানের কাইকম সলিউশন জাপান লিমিটেড-এর প্রেসিডেন্ট অঞ্জন দাস ও সান কো¤পানি লিমিটেডের প্রেসিডেন্ট সুম্পাই নাকাসনি এ সময় নিয়োগপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও নিয়োগপত্র হস্তান্তর করেন।

পূবাইলের অধিবাসী ও কাইকম সলিউশন জাপান লিমিটেড (কেএসজেএল) প্রেসিডেন্ট অঞ্জন দাস বলেন, সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশের আইসিটি বিশেষজ্ঞদের আমরা জাপানি ভাষা, কালচার প্রশিক্ষণ দিয়ে জাপানে আইটি সেক্টরে পাঠাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় ব্যাচ।

সান কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট সুম্পাই নাকাসনি বলেন, আমাদের জাপানে আইটি সেক্টরে ব্যাপক চাহিদার বিপরীতে বিশেষজ্ঞ কম। অন্যদিকে বাংলাদেশে প্রচুর আইটি বিশেষজ্ঞ থাকা স্বত্বেও কর্মক্ষেত্রের অভাব। আমরা জাপান-বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই ঘাটতির সমন্বয় করছি। এ সময় অতিথি ছিলেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান, নিউ ভিশন সলিউশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মমতাজ উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ ইকোনমি জোন অথরটির ডেপুটি সেক্রেটারি হাসান আরিফ, জাইকা এক্সপার্ট হেড অব বি-জেট এডমিন টিম ইউকি মরিসিতা প্রমুখ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button