আলোচিত

রাজাকারের সরকারি তালিকা: কোন দলের কতজন?

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ১৬ ডিসেম্বর সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের হয়ে ভূমিকা পালনকারী হিসেবে ১০ হাজার ৭৮৯ জন ‘রাজাকারদের তালিকা’ প্রকাশ করে। ওই সময় জানানো হয় এটি এ ধরনের তালিকা প্রকাশের প্রথম ধাপ। আরও তালিকা আগামীতে প্রকাশ করা হবে।

যদিও নানান বিতর্কের মুখে ১৮ ডিসেম্বর একই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোজাম্মেল হক নিজেই তালিকাটি প্রত্যাহার করে নিয়ে জানান, সংশোধিত তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে।

এরই মধ্যে সরকারের প্রকাশিত কথিত রাজাকারদের তালিকাকে অবলম্বন করে সামাজিক মাধ্যমে কিছু তথ্য সম্বলিত পোস্ট ভাইরাল হয়। এসব পোস্টের মূল বক্তব্য হচ্ছে, জামায়াতে ইসলামীতে রাজাকারের সংখ্যা আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় খুবই কম। দাবি করা হয়েছে, পুরো তালিকাতে মাত্র ৩৭ জন ব্যক্তি হলেন জামায়াতের সাথে সংশ্লিষ্ট।

এরকম কয়েকটি পোস্ট স্ক্রিনশটে যুক্ত করা হয়েছে। নিচে একটি পোস্টের টেক্সটের একাংশ হুবহু তুলে ধরা হচ্ছে–

“#ব্রেকিং_নিউজ
রাজাকারের পরিসংখ্যান প্রকাশিতঃ

★আওয়ামিলীগ(নৌকা):৮০৬০ জন।
★বিএনপি(ধানের শীষ)-১০২৪ জন।
★জামায়াত(দাঁড়িপাল্লা): ৩৭ জন।এর মধ্যে ২৫ জন মৃত।
★অন্যান্য(স্বতন্ত্র): ৮৭৯ জন।”

অনেকে জানতে চেয়েছেন এই তথ্যগুলো সঠিক কিনা? অর্থাৎ, সদ্য প্রকাশিত এবং পরে প্রত্যাহার করা তালিকায় থাকা ৮০৬০ জন ব্যক্তি আওয়ামী লীগের, ১০২৪ জন বিএনপির, ৩৭ জন জামায়াতের এবং বাকি ৮৭৯ জন অন্যান্য দল ও স্বতন্ত্র ব্যক্তি কিনা?

প্রথমত, সরকারের প্রকাশিত তালিকায় নাম রয়েছে ১০ হাজার ৭৮৯টি। আর ভাইরাল হওয়া পোস্টগুলোতে যে হিসাব দেয়া হয়েছে তার যোগফল হল ১০ হাজার। অর্থাৎ, বাকি ৭৮৯ জন কোন দলের তার হিসাব নেই এবং কেন নেই তার কোনো ব্যাখ্যাও নেই পোস্টগুলোতে।

দ্বিতীয়ত, ১০ হাজার জনের দলীয় পরিচয় কোথায় পাওয়া গেছে তার কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি এসব পোস্টে। প্রকাশিত তালিকায় বেশিরভাগ ব্যক্তিরই দলীয় পরিচয় দেয়া নেই। ১৬ ডিসেম্বর তালিকা প্রকাশের দিন থেকেই তালিকাটির ১০ হাজার ব্যক্তির দল ভিত্তিক পরিচয় সম্বলিত পোস্ট ফেসবুকে পাওয়া যাচ্ছে। এত দ্রুত কিভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেলো, তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয় নিশ্চিত হওয়া গেছে, নাকি কোনো নথিপত্রের তখনকার তাদের দলীয় ভূমিকা সংক্রান্ত তথ্য পেয়ে তা প্রচার করা হচ্ছে- এসবের কোনো উল্লেখ নেই ভাইরাল পোস্টগুলোতে।

তৃতীয়ত, যেই ১০২৪ জন ব্যক্তিকে “বিএনপি (ধানের শীষ)” হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদেরকে কিসের ভিত্তিতে “বিএনপি (ধানের শীষ)”। বিএনপির জন্ম ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। ফলে ৭১ সালে কোনো ব্যক্তি বিএনপির প্রতিনিধিত্ব করে ‘রাজাকার’ এর ভূমিকা পালনের সুযোগ নেই।

যদি এমনটি হয়ে থাকে যে, এই ১০২৪ জন ব্যক্তি বিএনপির প্রতিষ্ঠার পর বিএনপিতে যোগ দেয়ার কারণে তাদেরকে ‘বিএনপির রাজাকার’ হিসেবে গণ্য করা হয়ে থাকে তাহলে অন্যান্যদের বেলায় কী ঘটেছে? অর্থাৎ, যাদেরকে ‘আওয়ামী লীগের রাজাকার’ বা ‘জামায়াতে ইসলামীর রাজাকার’ বলে দলীয় পরিচয় দেয়া হয়েছে তাদের কখনকার ভূমিকার মাধ্যমে পরিচয় নির্ধারিত হয়েছে? ৭১ সালে যখন তারা ‘রাজাকার’ হিসেবে ভূমিকা পালন করেছেন তখন যে দলের পরিচয় বহন করতেন সেজন্য? নাকি পরে কোনো সময়ে অন্য কোনো দলে যোগ দেয়ার পরের পরিচয়ের জন্য? কিভাবে কিসের ভিত্তিতে এত দ্রুত এত জঠিল প্রশ্নগুলোর সমাধান করে ১০ হাজার লোকের দলীয় পরিচয় নিশ্চিত করা গেল তার কোনো জবাব (বা দলিলপত্র) ভাইরাল পোস্টগুলোতে নেই।

চতুর্থত, সরকার প্রকাশিত ১০ হাজার ৭৮৯ জনের তালিকাতে এইসব ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, প্রকাশিত তালিকায় বিভাগওয়ারী স্বাধীনতাবিরোধীদের ও দালাল আইনে মামলা রুজু হওয়া ব্যক্তিবর্গের দলীয় পরিচয় প্রকাশ করা হয়নি। ফলে ১০ হাজার ৭৮৯ জনের সবার রাজনৈতিক পরিচয় এই তালিকা দেখে বলে দেয়ার কোনো সুযোগ নেই।

তবে সরকারি তালিকার একাংশে কিছু ব্যক্তির রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়েছে। পিডিএফ আকারে প্রকাশিত তালিকার ৫০৮ থেকে ৫৬৩ পৃষ্ঠাজুড়ে ১৯৭১ সালে শূন্য ঘোষিত আসনসমূহের উপনির্বাচনে মনোনয়নের জন্য আবেদনকারী এবং প্রার্থীদের নাম প্রস্তাবকারক ও সমর্থনকারী ৮১৭ জন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এই ৮১৭ জনের একাংশের নামের পাশে দলীয় পরিচয় উল্লেখ করা আছে।

এই ৮১৭ জনের যাদের নামের পাশে দলীয় পরিচয় দেয়া আছে তাদের মধ্যে অন্তত ৭৮ জনের নামের পাশে ‘জামায়াতে ইসলামী’র পরিচয় উল্লেখ আছে। দলীয় পরিচয় লেখার ক্ষেত্রে ‘জামায়াতে ইসলামী’ এর নাম বিভিন্ন বানানে এবং সংকেতে লেখা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের নামে পাশে ইংরেজি বর্ণে ‘JI’ লেখা রয়েছে। বাকিদের নামের পাশে “J.I.”, “Jamaat-e-Islam”, “Jamaat-e-Islami”, “J. Islam”, “Jamat Islam”, “Zamate Islam”, “Jamat-i-Islami” ইত্যাদি বানানে দলের পরিচয় লেখা রয়েছে।

আবার এই ৮১৭ জনের মধ্যেই এমন ব্যক্তিও রয়েছেন যিনি জামায়াতে ইসলামী প্রখ্যাত নেতা হওয়ার পরেও তালিকায় তার নামের পাশে দলীয় পরিচয় উল্লেখ নেই। যেমন- জামায়াত নেতা ও একাত্তরের মালেক মন্ত্রীসভার মন্ত্রী ও দলটির সাবেক নায়েবে আমীর মাওলানা একেএম ইউসুফ (দালাল আইনে মামলা হয়েছিল, পরবর্তীতে ট্রাইবুনালে বিচারাধীন অবস্থায় মারা যান)। ৮১৭ জনের তালিকায় তার নাম ৮৪ নম্বরে আছে, তবে দলের পরিচয় উল্লেখ নেই।

আবার এই ৮১৭ জনের তালিকাতেই এক ব্যক্তির নাম একাধিকবারও এসেছে। আমরা জামায়াতের অন্তত তিনজন নেতার নাম দুইবার এসেছে বলে পেয়েছে। এই তিন নেতা হলে দলটির সাবেক আমীর মকবুল আহমদ, সাবেক আমীর গোলাম আযম, এবং দিনাজপুরের এডভোকেট আব্দুল কাশেম। এই তিনজনের নাম দুইবার করে আসায় উপরিউক্ত ৮১৭ জনের মধ্যে অন্তত ৭৫ জন জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ব্যক্তি তা তালিকাতেই উল্লেখ করা রয়েছে। এবং মাওলানা ইউসুফের মতো দলীয় পরিচয় উল্লেখ না থাকা জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট লোকজন এই ৮১৭ জনের তালিকাতেই থাকতে পারেন- এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

এছাড়া ১০ হাজার ৭৮৯ জনের মোট তালিকায় এই ৮১৭ জনের বাইরেও জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট লোকজনের নাম আছে। সরকারি ডকুমেন্টটির পিডিএফ-এ জামায়াতে ইসলামীর নামকে বিভিন্ন ইংরেজি কীওয়ার্ডে লিখে সার্চ দিলে আরও বেশ কয়েকজনের দলীয় পরিচয় ‘জামায়াতে ইসলামী’ হিসেবে উল্লেখ রয়েছে দেখা যায়। তবে পুরো তালিকায় সিংহভাগ ব্যক্তির নামের পাশে দলীয় পরিচয় উল্লেখ না থাকায় তারা কোন দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন বা আছেন তা অত্যন্ত সময় ও তদন্তসাপেক্ষ। পুরো তালিকার মধ্যে আওয়ামী লীগের রাজনীতি সংশ্লিষ্ট কতজন ব্যক্তি রয়েছেন তারও কোনো সঠিক পরিসংখ্যান পাওয়ার সুযোগ নেই। পিডিএফ-এ আওয়ামী লীগের নাম দিয়ে সার্চ দিলে মাত্র ৫ জনের নামের পাশে “আওয়ামী লীগ” লেখা পাওয়া যায়।

আলোচ্য সরকারি তালিকায় জামায়াতের ইসলামীর মাত্র ৩৭ জনের নাম আছে- এই তথ্যটি যেমন ভুল, বাকি দলগুলোর যতজনের নাম থাকার পরিসংখ্যান দেয়া হয়েছে সেটাও ভিত্তিহীন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ও পরে প্রত্যাহ্যার করা তালিকা দেখুন:

নিচে শুধুমাত্র ৫০৮-৫৬৩ পৃষ্ঠায় নাম আসা জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিদের (যাদের নামের পাশে বিভিন্ন বানানে দলের নাম উল্লেখ রয়েছে) তালিকা দেওয়া হল: (এখানে প্রথম ক্রমটি আমাদের দেয়া, দ্বিতীয় ক্রমটি মূল ডকুমেন্টের)–

1. 7. Shah Muhammad Ruhul Islam, M.A,Vill-Pakuria, P.S-Gangachara, Dist. Rangpur (Jamaat-E-Islam.)

2. 11. Mr. Jabanuddin Ahmed, Vill-Paschim Khaiali, P.O-Mirganjhat, P.S-Jaldhaka, Rangpur (JI)

3. 14. Mr. Tamijuddin Ahmed, S/O Huzzat Ali, Jamati Islam, Hallpara, Thakurgaon, Town Committee, Dinajpur.

4. 18. Md. Abdullah-Al-Kafi (JI), Vill-Nawpara, PS-Birganj, Dinajpur.

5. 19. Md. Abdul Quasem, Advocate, Jamat-E-Islam, S/O Me. Abdur Rahman, Goneshtola , Dinajpur town.

6. 22. Md Abdul Quasem Advocate of Jamat-E-Islami.

7. 26. Mr. Abbas Ali khan, Vill+P.O+ PS- Borgra, J.I

8. 37. Abdus Shabahan (JI), S/O Naimuddin Ahmed of Dilalpur, PS & Dist- Pabna.

9. 48. Md. Afazuddin Ahmed, S/O L. Kasimuddin Munshi, Vill-Ranibazar, Station Road, PS-Boalia, Rajshahi (Jamat-E-Islami)

10. 58. Mr. Saad Ahmed, Jamat-E-Islami, S/O- Maniruddin Ahmed, 13, Jitendra nath Majumder Lane Court Para, Kushtia.

11. 59. Abdul Matin, S/O- Abdur Rahim (jamate Islam) Ward No-6, Mederpur, P.O & P.S- Mehepur, Kushtia.

12. 61. Moulana Habibar Rahman, S/O Nur Baksh, Vill- Gangadashpur, PO- Daulatganj, PS-Jibnnagra, Kushtia. (Jamat-E- Islami)

13. 84. Maulana A.K.M. Yousuf, S/O Azimuddin Howlader, Vill-Morelabad, P.O-Rayenda, P.S-Sarankhola, Khulna.

14. 91. Shamsur Rahman (Defunot Jamat-E-Islam) Altapole Lane, Khulna town.

15. 103. Moulana Abdur Rahman, (Jamat-E-Islami), Vill-Sealkati, PO-Jolagati, Barisal.

16. 108. Ghulam Azam (JI), 117, Elephant Road, Dacca.

17. 110. Moulana Abdus Samad Dewan, (JI), Vill-Paraikhali, PO-Borni, PS-Basail, Tangail.

18. 112. Prof. A. Khaleque (JI), Vill-Biswas Betka, Tangail.

19. 116. S.M Usuf Ali (J.I.)

20. 132. Moulna Abdul Ali, S/O Hafiz Abdul Hakim West Khabaspur, PS-West Khabashpur, P. Kotwali, Faridpur, J.I

21. 141. Md. Yunus Ali Professor, (JI), S/O-Hafizuddin, Vill-Baragaon, PS-Kaliganj, Dacca.

22. 160. Muhammad Muycepur Islam, (Jamat-E-Islami)

23. 163. Hafiz Moulana Nuruddin, (Jamat-E_Islam)) Vill-Sheorkhal, PO-Gahorpur, PS-Balagonj, Sylhet.

24. 168. Shafiqul Haque, (jamat-E-Islam), Vill-Najdalaikandi, PO-Gashbarri, PS-Kanaight, Sylhet.

25. 171. Dr. Abdul Sarrat Pri, S/O. Gul Ahmde, Pir, Jamat-E-Islam, Vill-Rampur, PS-Jamalganj, Dist-Sylhet.

26. 195. Md. Shafiq Ullah, (JI), S/O Haji, Roshan Ali, Vill-Banchanagar, PS-Lakshmipur, Noakhali.

Part 2

1. 40. Mr. Taleb Uddin Mondal (JI), Vill-. ward No-1, Gaibandha Town Committee, Dist- Rangpur

2. 43. Mr. Mainul Haque, Jamat-e-Islam, ward No-I, Gaibandha town Committee.

3. 50. Dr. Md. Shafiur Rahman, S/O Mvi. Zulfikar Ali, Jamati Islam, Vill-Chogakhata, PS-Thakurgaon, Dist-Dinajpur.

4. 56. Mr. Chowdhury Md, Ismail, S/O Alahi Boksha Sarker, Jamat-e-Islam, Vill-Akcha, PS-Thakurgaon, Dist-Dinajpur.

5. 57. Dr. Md. Islamil, S/O Sariatullah, Jamate Islam, Hallpara , Thakurgaon, Town Committee , Dist-Dinajpur.

6. 58. Mr. Molla Moinuddin, S/O Injil Mollah, Jamate Islam., Hallpara, Thakurgaon Town Committee, Dist-Dinajpur.

7. 60. Md. Abdullah-Al-Kafi, (J.Islam),vill-Nowpara, Birganj, Dist-Dinajpur.

8. 61. Md. Abdul Basir Mia, (J. Islam), Vill-Gobindapur, PS-Khansama, Dist-Dinajpur.

9. 63. Mohbub-ul-Alam (JI), Vill-Mirzapur, PO- Biral, Dist-Dinajpur.

10. 68. Mr. Md. Ishaque Ali Khan, Jamat-E-Islami, Uttar, Balubari, Dinajpur Town.

11. 71. Dr. Maizur Rahman of (JI) of Sechahar, Chirirbandar, PS & DIst-Dinajpur.

12. 80. Md. Tasiruddin Sarder, J.I. S/O Kismatullah, Vill-Jagadispur, PO-Jamalgonj, PS-Badalgachhi, Dist-Rajshahi.

13. 109. Mr. Md. Golam Morshed, Vill-Joteportap-I, PO-Chapai-Nawabganj, Rajshahi (JI).

14. 110. Mr. Md. Tayeb Ali, Vill-Fakirpara, PO-Chapainawabganj, Rajshahi, (JI).

15. 120. Molla Farajuddin, Vill-Sheikhpura, PO-Santahar, PS-Naogaon, Rajshahi. (JI & NI)

16. 130. Md. Matin, S/O. Munshi, Md. Mohsin Ali, Vill-Sekekerchalk, PS-Boalia, Rajshahi (JI).

17. 166. Md. Khuda Baksha Kaan (JI) , S/O Haji Panjab Ali Khan, Vill-Patilakhali, PS-Ishurdi, Dist-Pabna.

18. 172. Mr. Nurul Islam, (JI), S/O Usman, Vill-Bogwan, PS-Daulatpur, Dist-Kushtia.

19. 175. Nurul Islam, (JI) Vill-Gopinathpur, PO-Golapnagar, Dist-Kushtia.

20. 178. Md. Abdul Qayyum (JI), S/O. Syed Mohammad.

21. 196. Mvi. Nurun Nabi (Jamat-E_Islam), S/O. Late Izzat Ullah, Vill-Pabahati, PS-Jhenidhah, Jessore.

22. 198. Mr. Abu Nasar Md. Ansaruddin, (jamate-Islam), S/O. Md Esharatullah, Vill-Durgapur, PS-Jhenidah, Jessore.

23. 200. Mvi, Mozammel Haque (JI), S/O. Munshi Ali Hossain, Vill-Kanaidarga,PS-Moheshpur, Jessore.

24. 215. A. Rashid Mia, Vill-Chitta Bisram, PS-Mohammadpur, Dist- Jessore, (JI).

25. 216. Mahabubar Rahman, Vill-Magura Town, PO-Magura, Jessore (JI).

26. 229. Mahfuzar Rahman, Vill-Bildhuria, PS-Kalia, Jessore. (JI).

27. 251. Lutfar Rhaman SK, Vill & PO-Jabusa, PS-Batiaghata, Khulan (Defunct-Jamat-i-Islam).

28. 253. Shaikh Ansar Ali (JI), Vill-Uthali, PO-Gopalpur, Khulna.

29. 268. Moulana Abdul Matin (JI), Vill-South Bhuturdia, PS-Baduganj, Barisal.

30. 270. Dr. Mosarraf Hossain Khan, Jamat-E-Islami, Vill-Char Bongah, PS-Mehendiganj, Barisal.

31. 279. Moulana Fazlur Rahman, (JI),Vill. Bir Dumuria, PO-Kalardoania, Barisal.

32. 312. Muslemuddin (JI), Vill-Jhinia, PO-Sreebord, Dist- Mymensingh.

33. 313. Mazharul Islam (JI), Vill-Tatihati, PO-Sreebordi, Dist- Mymensingh.

34. 327. Maulana Abdul Jabbar (Jamat-e-Islam) 26, Zilla School Road, Dist- Mymensingh.

35. 369. A. Khaleque, S/O Munshi Zamiruddin, 164, South NakhalPara. Tejgaon, Dacca. (JI)

36. 370. Ghulam Azam, S/O Mvi. Golam Kabir, 117, Elefhant Road, Ramna Dacca. (Jamate Islam)

37. 378. Mahbubur Rahman Garha, S/O Late, Habibur Rahman, Jamat-e-Islam, 474, North Nakhalpara, Tejgaon, Dacca.

38. 396. Moulana Khalil Ullah, S/O. Alhaj Mvi. A. Gaffar Bhuiya, Vill-Char-Belaba, PS-Raipura, Dacca, Jamat-e-Islam.

39. 431. Khandokar Mahiuddin JI, Vill-Shakuni, PO-Madaripur, Dist-Faridpur.

40. 435. Mvi. Sirajul Islam, S/O. Abdul Manan, Jamet-e-Islam, Vill-Shukdebpur, PO-Joynagar Bazar, Sylhet.

41. 471. Gous Uddin,(JI) Vill. Pakshail, PO. Fakirerbazar, PS. Barlekha.

42. 525. Muhammad Safatullah, JI, Vill-Taparohandi, PO-Tarparohandi, PS-Chandpur, Comilla.

43. 538. Mohsenzzaman, Chowdhury, S/O. Amin Uddin Chowdhury, Word No-3, Comilla, Municipality, PS-Kotwali, Comilla. (JI)

44. 542. Md. Moqbul Ahmed, S/O. Haji Ndererzaman, Bashpara, PO-Feni, Dist-Noakhali. (JI)

45. 551. Mr. Mukbul Ahmed, S/O Haji Nadarerzaman, Vill-Bash Para, PO & PS- Feni, Dist-Noakhali.J.I,

46. 555. Mr. A.B.M. Shamsuddin, S/O. Alhaj Mvi. Mojibur Huq, Vill-Char Ganash,PO-Sonagazi, Dist-Noakhali, JI.

47. 567. Moulana Abdul Matin, Jamat-E-Islam, S/O-Mvi. Ali Mia, Vill-Tirarkandi, PS-Lakshmipur, Dist-Noakhali,

48. 577. A.B.M. Mohiuddin Choudhury, (JI), S/O. Abdul Wahab, Vill-Shamserabad, PS-Lakshmipur, Dist-Noakhali,

49. 581. Faiz Ahmed Miah (JI), S/O. Md. Hossain Miah, Vill-Karimpur, PS-Shudharam, Dist-Noakhali.

50. 582. Syed Md. Shamsul Alam, (JI), S/O.L. Mvi. Shahadat Hossain, Vill-Noakhali, M.C.W-3, PS-Shudharam, Dist-Noakhali.

51. 583. Master Abdul Wadud (JI), S/O. Mvi. Atiq Ullah,Vill-South Char Martin, PS-Shudharam, Dist-Noakhali.

52. 613. Molvi. Khairul Bashar Chdy, (Zamat Islam), Vill-Barkal,PS-Patiya, Dist-Chittagong.

 

সূত্র : BD FactCheck

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button