১৭ বছর পর গোলশূন্য ড্র বার্সা-রিয়াল লড়াই
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও একবারের জন্যও বার্সেলোনার জালে বল জড়াতে পারল না রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। গোলের বেশ কিছু সুযোগ পেয়েছিল কাতালান ক্লাবটিও। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠানো যায়নি বল। ১৭ বছর পর গোলশূন্য ড্র হয়েছে বার্সেলোনা ও রিয়াল মধ্যকার ক্লাসিকো লড়াই!
ক্যাম্প ন্যুতে বুধবার রাতে স্পেনের চির প্রতিদ্বন্দ্বী দল দুটির একটিও গোলের দেখা পায়নি। এর আগে ২০০২ সালের নভেম্বরে সবশেষ বার্সেলোনা ও রিয়ালের লড়াই গোলশূন্য ড্র হয়েছিল।
বার্সেলোনার মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বিরতির পর স্বাগতিকদের জালে বল জড়িয়েছিলেন রিয়াল উইঙ্গার গ্যারেথ বেল। কিন্তু অল্পের জন্য অফসাইডের কারণে বাদ হয়ে যায় গোলটি।
এই ড্রয়ে ম্যাচটির আগের মতোই পয়েন্ট টেবিলে যার যার স্থানে অবস্থান করছে বার্সেলোনা ও রিয়াল। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল মেসিরা।
রিয়ালের পয়েন্টও ৩৬। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে জিনেদিন জিদানের দল। ৫ পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে আছে সেভিয়া।
মৌসুমের প্রথম ক্লাসিকো ম্যাচটি হওয়ার কথা ছিল ২৬ অক্টোবর। কিন্তু স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার কারণে ম্যাচটির সূচি ১৮ ডিসেম্বরে নিয়ে আসা হয়।
ম্যাচটি মাঠে গড়ানোর সাথে সাথে কাতালোনিয়ার স্বাধীনতা চেয়ে স্লোগান তোলে সমর্থকরা। কাতালোনিয়ার পতাকা উড়ায় তারা।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে কর্মকর্তা ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের জন্য খেলা থামাতে হয়েছে। এ সময় কিছু সমর্থক স্বাধীনতাকামী নেতাদের মুক্তি চেয়ে স্লোগান তোলার পাশাপাশি মাঠে বীচ বল নিক্ষেপ করে।
উত্তপ্ত পরিবেশের মধ্যেও নান্দনিক খেলা দেখিয়েছে রিয়াল। বিরতির যাওয়ার আগে গোলের উদ্দেশে বার্সেলোনা অভিমূখে ১২টি শট নিয়েছে তারা। এর মধ্যে কাসেমিরোর হেডটি জালেই জড়াতে যাচ্ছিল। কিন্তু কোনো মতে গোললাইনের কাছ থেকে তা রুখে দেন জেরার্দ পিকে।
তেমন নজরকাড়া ছিল না বার্সেলোনার খেলা। একমাত্র লিওনেল মেসি ছাড়া অন্যদের তেমন তৎপর মনে হয়নি। প্রথমার্ধে দলটি এগিয়ে নিতে পারতেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কিন্তু তার দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন রিয়াল অধিনায়ক সের্হিও রামোস। দ্বিতীয়ার্ধেও গোলশূন্যতা কাটাতে পারেনি কোনো দল।