কালীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: ১০ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মূলগাঁও এলাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপি গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ৭টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে কালীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩( সংশোধিত ২০১৯) অনুযায়ী’ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালিগাঁও এলাকায় নিরঞ্জন চন্দ্র ঘোষের মালিকানাধীন রমেশ চন্দ্র ঘোষ ব্রিকস (আর সি জি) ও মো. ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডাস (এম এস এম) এর দুইটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
একই সঙ্গে নিরঞ্জন চন্দ্র ঘোষের মালিকানাধীন রমেশ চন্দ্র ঘোষ ব্রিকসকে (আর সি জি) ১ লাখ টাকা ও মো. ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডাস (এম এস এম) ব্রিকস নামের ৬ টি ইট ভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকাসহ সর্বমোট ১০ লাখ জরিমানা আদায় করা হয়। এসময় ইটভাটা মালিকদের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অব্যাহত অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জে অভিযান পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক আব্দুর রাজ্জাক ও শেখ মোজাহীদ, র্যাব-১ গাজীপুর, আনসার ব্যাটলিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।