ফ্যান কারখায় অগ্নিকাণ্ড: পাঁচ মালিকসহ জিএম ও পিএমকে আসামি করে মামলা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকায় অগ্নিকাণ্ডে লাক্সারি ফ্যান কারখানার দশজন নিহতের ঘটনার একদিন পর নিহত শ্রমিক রাশেদুল ইসলামের পিতা কামাল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোমবার রাত পৌণে আটটার দিকে মামলাটি দায়ের করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম সত্যতা নিশ্চিত বলেন, মামলায় প্রাণহানির অভিযোগে কারখানার পাঁচ মালিকের নাম উল্লেখ করে ও কারখানার অজ্ঞাতনামা জিএম ও পিএমকে আসামী করা হয়েছে।
থানা সূত্রে জানা যায় মামলার আসামীরা হলো, কারখানার মালিক মুন্সিগঞ্জের জাহিদ হাসান ঢালী (৪২), গাজীপুর মহানগরের উত্তর ছায়াবীথির খোরশেদ আলম (৪৩), এফ ২০০/৩ উত্তর ছায়াবীথির নাসির(৫২), কাপাসিয়ার ডা: জহিরুল ইসলাম (৫৫) ও মুন্সিগঞ্জের শামিম ঢালীর(৩৬)। সকলেরই পিতা অজ্ঞাত।
এছাড়াও কারখানাটির জিএম ও পিএম তাদের নাম পরিচয় অজ্ঞাত দেখানো হয়েছে।
মামলায় আসামীদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড এর ৩০৪(ক)/৩৩৮/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী কারখানার নিহত শ্রমিক রাশেদুল ইসলামের পিতা কামাল হোসেন (৫০)। তিনি শ্রীপুর উপজেলার মার্তা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ।
আরো জানতে……
লাক্সারি ফ্যান কারখানার অনুমোদনই ছিল না
‘লাক্সারি ফ্যান’ ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত ১০ শ্রমিকের লাশ হস্তান্তর
ফ্যান তৈরির কারখানায় নিহত শ্রমিকদের ৫০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর
লাক্সারি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ড: ১০ শ্রমিক নিহত(ভিডিও)