ফ্যান তৈরির কারখানায় নিহত শ্রমিকদের ৫০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার কেশোরিতা গ্রামে রওজা হাইটেকের লাক্সারি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
একই সঙ্গে নিহত শ্রমিকদের দাফন কাফনের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী।
সন্ধ্যায় সদর উপজেলার কেশোরিতা গ্রামে লাক্সারি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন শ্রমিক।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে যে সব শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
তিনি বলেন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে নিহতদের পরিবারের কাছে অনুদান পৌঁছে দেবেন।
আরো জানতে……….
লাক্সারি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ড: ১০ শ্রমিক নিহত(ভিডিও)