রাশিফল

আজকের রাশিফল, তারিখ- ১১/০১/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দৈনন্দিন কর্মজীবন থেকে বিরতি। পরিবার নিয়ে আমোদপ্রমোদ। প্রিয়জনকে খুশি করতে সক্ষম। প্রেমের সম্পর্ক উন্নত।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
লোভে অনৈতিক ক্রিয়াকলাপ। প্রেমে টালমাটাল। লক্ষ্যভ্রষ্ট। পরিবারের সাময়িক সমস্যা। ব্যয় নিয়ন্ত্রণহীন। আর্থিক সংকট।

মিথুন: (২২মে – ২১ জুন)
সময়ের ভালো-মন্দের মিশ্র প্রভাব। কর্মে উন্নতি। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা। ব্যবসায়ে শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিশ্রমের শুভ ফল। প্রেম ও দাম্পত্যে জীবন সুখের। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনেরা খুশি। মুরুব্বি স্থানীয় থেকে লাভবান।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ব্যবসায় লাভ। চাকুরীতে ঊর্ধ্বতনরা খুশি। পুরনো বন্ধুর সাক্ষাৎ। এখনই বিবাহযোগ্য সঙ্গী নাও খুজে পেতে পারেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমে অধৈর্য ও অস্থিরতা। ব্যয় বাড়ার সম্ভাবনা। ব্যবসার অংশীদারের সাথে বিবাদ। ব্যবসায়ে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায় উন্নতি। শারীরিক সুস্থতা বোধ। প্রেমে সাফল্য। আর্থিক লাভ। সুসংবাদ। ভ্রমণ নির্ঝঞ্ঝাট।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যয় বৃদ্ধি। দূরবর্তী স্থানের মানুষের সঙ্গে যোগাযোগ। উপকার প্রাপ্তি। পরিবারের সহযোগিতা। দাঁতের সমস্যায় ভোগান্তি।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন প্রকল্পে শুভ। প্রেম নিয়ে মতানৈক্য। সন্তুষ্টিবোধ। আর্থিক উন্নতি। ব্যবসায়ে বাধা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেম নিয়ে পরিবারে আলোচনা। মাতৃস্থানীয় থেকে সহানুভূতিশীল। ভ্রমণের সম্ভাবনা। ব্যবসায়ে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বন্ধুত্ব ও পরিচিতি লাভ। চিন্তা ক্ষমতা উন্নত। দিনটি অনুকূল। কর্মে প্রশংসিত। প্রেমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দীর্ঘমেয়াদি বিনিয়োগ। ভবিষ্যত পরিকল্পনা। প্রিয়জনদের সঙ্গে আনন্দ লাভ। প্রেমের সমস্যা থেকে মুক্তি। আর্থিকযোগ শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button