বৃষের দাম্পত্য কোন্দল, মকর দুশ্চিন্তাগ্রস্ত
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসা ক্রমেই বেড়ে উঠবে। সেই সূত্রে নানাস্থানে যেতে হতে পারে। ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। আয় ও লাভ সম্ভবত আজ বৃদ্ধি পাবে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সামাজিক অনুষ্ঠানগুলোতে সক্রিয় যোগদান আপনাকে আরও সক্রিয় করে তুলবে। সামাজিক স্বীকৃতি পাবেন। দাম্পত্য কোন্দল।
মিথুন: (২২মে – ২১ জুন)
বারবার মেজাজ পরিবর্তন প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলোকে খারাপ করে দিতে পারে। কাছের মানুষদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আর্থিক লাভ শুভ। কর্মে সাফল্য। সাফল্য আপনাকে উদ্দীপিত করবে এবং সমস্ত কাজ আপনি উদ্দীপনার সঙ্গে নিজের উদ্যোগে করবেন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আজ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে পারে। কর্মযোগে বাগবিতণ্ডার সম্ভাবনা।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল এবং আদর্শ। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যয়ের সম্ভাবনা। বদমেজাজীর জন্য বদনাম হতে পারে। সময়ে কাজ শেষ না করতে পারায় আপনি হতাশ হয়ে পড়তে পারেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মযোগে নিজের উপর আস্থা রাখতে হবে। মেজাজ নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। হজমের সমস্যায় ভুগতে পারেন। শারীরিকভাবে কিছুটা দুর্বলবোধ করতে পারেন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ। প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে পারবেন। বুদ্ধিদীপ্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য সময়টি আদর্শ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ সামাজিক ঘটনায় অংশ নিতে পারেন। প্রেম নিয়ে অতিমাত্রায় অনুভূতিশীল হয়ে পড়বেন। দুশ্চিন্তাগ্রস্ত। অনৈতিক কোনও কাজে জড়িয়ে পড়তে পাড়েন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মেজাজ বদল হওয়ার জন্য প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাগ ও কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অল্প সময়ে লাভ করার লোভ ত্যাগ না করলে সমস্যায় পড়বেন। আইনি কাজকর্মে জটিলতা দেখা দিতে পারে। মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে।