সারাদেশ

শ্রীপুরে পিকআপের ধাক্কায় নিহত এক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পিকআপের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন ময়মনসিংহের পাগলা থানার গাবতলী এলাকার মৃত ওসমান গণির ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় সন্ধ্যায় সড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ মোফাজ্জল হোসেনকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপের চালক তারেক মিয়াকে (৩০) আটক কা হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ নিহতের পরিবারের হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button