দিনটি ভালো কুম্ভের, প্রেমে সতর্ক মিথুন
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজের বৈশিষ্ট্য বজায় রাখুন। নতুন কোনও বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকুন। তাই আর্থিক বিষয়গুলোতে নজর দিন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মানসিক চূড়ান্ত সক্রিয় হয়ে উঠবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা। মনের মানুষের সঙ্গে উপহার আদান-প্রদান আনন্দ দেবে।
মিথুন: (২২মে – ২১ জুন)
দায়িত্বজ্ঞানহীন ব্যবহার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যে টাকা আজ বিনিয়োগ করবেন সেটি সুফল দেবে। প্রেমের ক্ষেত্রে সতর্কতা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন কিছু শুরু করার জন্য দিনটি শুভ। ভাগ্য আজ সঙ্গে থাকবে। তার সঙ্গে থাকবে সাফল্য ও সুস্বাস্থ্য। আর্থিক যোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শান্ত ও সুস্থির থাকার আপ্রাণ প্রচেষ্টা করাই হবে একমাত্র মন্ত্র। অর্থ ও অর্থসংক্রান্ত বিষয়গুলির জন্য দিনটি অনুকূল নয়। আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নক্ষত্রদের মিশ্র প্রভাব থাকবে। শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হতে পারেন। শিক্ষাক্ষেত্রে সময়টি মোটেও ভালো নয়। বিতর্ক এড়িয়ে চলুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মক্ষেত্রের পরিবেশ শান্ত থাকবে। সহকর্মী থেকে সাহায্য পাবেন। অংশীদারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ভালো কাজের জন্য স্বীকৃতি।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
জীবনসঙ্গী সম্ভবত কোনও শারীরিক সমস্যায় ভুগতে পারেন। ধৈর্য ও স্থিরতা, এই দুটি আজ আপনার মূলমন্ত্র। অকারণ বিতর্ক এড়িয়ে চলুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্ক। কথা ও ক্রোধ নিয়ন্ত্রণহীন। আর্থিক খরচ বাড়তে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আলস্য দিনের বেশিরভাগ সময় নষ্ট করে দেবে। উদ্দীপনার অভাব থাকতে পারে। পেটের সমস্যা বা অন্য কোনও শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সমস্ত কাজ সংক্রান্ত বিষয়গুলোর জন্য দিনটি ভালো। নতুন প্রকল্পগুলি মসৃণভাবে এবং সাফল্যের সঙ্গে শুরু করতে পারবেন। সহকর্মীরা সাহায্য করবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
উপহার মুখে হাসি ফোটাবে। নতুন সম্পর্কগুলো ভবিষ্যতে উপকারে আসতে পারে। সন্তানেরা আপনার জন্য সৌভাগ্য ডেকে আনবেন।