গাজীপুর

কালীগঞ্জে ‘পুলিশ ফাঁড়ি’র পাশেই ডাকাতির ঘটনায় মামলা : ফাঁড়ি থেকে ১৪ পুলিশ প্রত্যাহার(ভিডিও)

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পুলিশ ফাঁড়ির পাশেই উলুখোলা বাজারে ‘আইনের লোক পরিচয়ে’ পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

অপরদিকে উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রূপন চন্দ্র সরকারসহ ১৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর ২০১৯) প্রত্যাহার হওয়া উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রূপন চন্দ্র সরকার ১৪ পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে একজন এসআই (তিনি নিজে), দুইজন এএসআই, একজন হাবিলদার ও দশজন কনস্টেবল রয়েছেন।

অপরদিকে উলুখোলা ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেছেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাছেদ।

গত সোমবার (০৯ ডিসেম্বর ২০১৯) দিবাগত রাতে উলুখোলা বাজারের সজল কুমার দাশের মালিকাধীন ‘সোনালী জুয়েলার্স’, নারায়ণ চন্দ্র রায়ের ‘রাজিব জুয়েলার্স’, দীপংকর দাশের ‘রুপশ্রী শিল্পালয়’ এবং সুকান্তের ‘সন্দীপ জুয়েলার্সে’ থাকা সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

“ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতে রূপশ্রী শিল্পালয়ের মালিক দীপংকর দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫/১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন”।

থানা সূত্রে জানা যায়, মামলার তদন্ত করছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। এর আগে গত ২৯ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে নাগরীর রাথুরা গ্রামে এক বাড়িতে ডাকাতি শেষে আরেক বাড়িতে ডাকাতি করতে গেলে গণপিটুনিতে শিবপুরের কুখ্যাত ডাকাত জুম্মনসহ দুই ডাকাত নিহত হয়।

নিহতরা হলো- নরসিংদী জেলার শিবপুর থানার সাধারচর এলাকার আব্দুল আউয়ালের ছেলে কুখ্যাত ডাকাত ওমর ফারুক ওরফে জুম্মন (৩৮), একই জেলার মাধবদী থানার মৈশাদি মিল্কী পাড়া এলাকার সোয়াদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০)। ওই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছিল।

‘ওই মামলার তদন্তের দায়িত্বে ছিল পরিদর্শক সোহেল রানা। তিনি মামলা তদন্তে ডাকাতির ঘটনা উৎঘাটন করতে পারেনি। পরবর্তীতে ওই মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’।

মামলার নথি থেকে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে অনুমানিক ১ টার দিকে মুখোশধারী একদল ডাকাত বন্দুক, পিস্তল, রাম-দা, ছুরাসহ তালা কাটার যন্ত্র, বাঁশি, টচ লাইট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ জন ডাকাত বাজারে প্রবেশ করে। পরে বাজারে থাকা সাতজন পাহারাদারসহ বাজারের অন্যান্য ১০/১২ জন দোকানদার ও ৪/৫ জন পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজেদের ‘আইনের লোক পরিচয়ে’ এক দোকানের ভেতরে নিয়ে বন্দী করে প্রবেশদ্বারে পাহারা বসিয়ে দেয়। এরপর জুয়েলার্সের দোকানের শাটারের তালা কেটে একে একে পাঁচ দোকানের সিন্দুকে থাকা ৪৪ ভরি স্বর্ণ ও ৩৪০ ভরি রুপা এবং নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতদল প্রায় এক ঘন্টায় ডাকাতি সংঘটিত করে।

বাজারে দায়িত্বে থাকা পাহারাদারদের বরাত দিয়ে নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু রোজারিও এবং সন্দীপ জুয়েলার্সের মালিক সুকান্ত জানান অভিযোগ করে আরো জানান, ‘উলুখোলা পুলিশ ফাঁড়ির ২শ গজের মধ্যেই বাজারে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর সকাল আটটা পর্যন্ত কোন পুলিশই ঘটনাস্থল পরিদর্শনে করেনি’।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ সাংবাদিকদের বলেন, প্রত্যাহার হওয়া পুলিশদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়নি। সাধারণত কোনো এলাকায় এ ধরনের ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর টিমকে পরিবর্তন করা হতে পারে। তাই এদের প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মাঝে মধ্যে আমরা পরিবর্তন করি তারই ধারাবাহিকতায় উলুখোলা ফাঁড়ির ১৪ জনকে একযোগে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য : ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, একেএম জহিরুল ইসলাম ও পংকজ দত্ত।

১২ মে ২০১৯ (রবিবার) উলুখোলা ফাঁড়ির ইনচার্জ হিসেবে উপ-পরিদর্শক (এসআই) রূপন চন্দ্র সরকার যোগদান করেছিল।

 

 

আরো জানতে….

কালীগঞ্জে ফাঁড়ির পাশেই ‘পুলিশ পরিচয়ে’ পাঁচ স্বর্ণের দোকানে লুট!

পুলিশের সাফল্যে: কালীগঞ্জে ডাকাতি করে পালিয়েও রক্ষা হলনা ৮ ডাকাতের

কালীগঞ্জে এক রাতে চার বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

কালীগঞ্জে নিয়মিত চলছে ডাকাতি, মামলা হলো দস্যূতার?

শিবপুরের কুখ্যাত জুম্মনসহ গণপিটুনিতে দুই ডাকাত কালীগঞ্জে নিহত

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button