গাজীপুর

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ : গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে এবং সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চাপায় ১৬/১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক অহিদুজ্জামান জানান, কিশোরের পরনে জিন্সের প্যান্ট ও সোয়েটার ছিল। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে কালিয়াকৈরের কারল সুরিচালায় কভার্ডভ্যান চাপায় নিহত হয় শিশু রাফি।

রাফি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার মালঘাড়ার খলিল উল্যাহর ছেলে।

মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, কালিয়াকৈরের কারলসুরিচালা এলাকায় একটি ভাড়া বাড়িতে থঅকেন খলিল উল্যাহ। বুধবার বিকালে সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কারলসুরিচালা এলাকায় সড়ক পারাপারের সময় একটি কভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা কভার্ডভ্যানসহ চালক আসাদুলকে আটক করেছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button