গাজীপুর

ভোগড়া থেকে ৫৯২০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের ভোগড়া এলাকা থেকে ৫ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১।

মঙ্গলবার র‌্যাব-১ এর গাজীপুরে পোড়াবাড়ি ক্যাম্প এ তথ্য জানায়।

আটককৃতরা হলো- শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার সুমন হাসান (২১) এবং একই উপজেলার উজিলাব এলাকার মাহফুজ আহম্মেদ (২২)।

র‌্যাব জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান কক্সবাজার এলাকা হতে এস. এ পরিবহনের মাধ্যমে গাজীপুরের ভোগড়া আসছে। পরে ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ভোগড়া এলাকায় এস. এ পরিবহন অফিসের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৫ হাজার ৯২০ ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ২৬০ টাকাসহ ওই দুই দুই যুবককে (ইয়াবা ডিলার) আটক করে।

র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশ থেকে ইয়াবা ট্যাবলেট আমদানি করত। চট্টগ্রাম, কক্সবাজার ও বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং এস. এ পরিবহনের মাধ্যমে গাজীপুরে নিয়ে এসে বিভিন্ন স্থানে বিক্রি করত।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button