মিথুনের কর্মস্থলে পদোন্নতি, ধনুর ব্যবসায় শুভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
সহকর্মীর সঙ্গে আমোদপ্রমোদ। সামাজিক কাজকর্মগুলিতে বিশেষ উৎসাহ দেখা দেবে। ঊর্ধ্বতনদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনোরকম অনৈতিক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ত পারেন। অস্থির ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। পরিবারের সদস্যরা আপনার সঙ্গে একমত নাও হতে পারেন।
মিথুন: (২২মে – ২১ জুন)
চাকরিজীবী ও ব্যবসায়ীরা ইতিবাচক অগ্রগতির আশা রাখতে পারেন। প্রচেষ্টা প্রকল্পগুলিতে ভালো ফল এনে দেবে। সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। পদোন্নতিরও যোগ রয়েছে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিবারে ভুল বোঝাবুঝি যন্ত্রণাকে আরও বাড়াবে। প্রচেষ্টার আশানুরূপ ফল আজ পাবেন না। বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা অগ্রগতিতে বাধা হয়ে দাড়াবে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সহকর্মীরা সাহায্য ও বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে পারে। যে কাজ আজ হাতে নেবেন সেটিতে সাফল্য আসবে। আর্থিক লাভের যোগ রয়েছে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আশাহত করে তুলবে। মায়ের জন্য দুশ্চিন্তা আরও বাড়তে পারে। ভ্রমণের জন্য পরিকল্পনা শুভ নাও হতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পেটের সমস্যা দেখা দিতে পারে। দিনটি পরিকল্পনা মাফিক নাও কাটতে পারে আজ। কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মক্ষেত্রে সহকর্মীরা অসহযোগিতা করতে পারে। কাজ শেষ করতে অসুবিধে হতে পারে। ঊর্ধ্বতন কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বিদেশিদের সঙ্গে সম্ভবত আলাপ। পার্থিব সুখগুলি উপভোগ্য করে তুলবে। যাত্রাযোগ শুভ। ব্যবসায়ে শুভ ফল লাভ হবে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শারীরিক অসুস্থতা বোধ করত পারেন। শরীরে অস্ত্রোপচার হতে পারে। যাত্রাযোগ শুভ। আর্থিক যোগ মিশ্র।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনও নতুন কাজ সম্পূর্ণ করতে পারবেন। দূরবর্তী কোনও বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন। যাত্রা যোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
গৃহের সাজসজ্জায় খরচ করতে পারেন। ঊর্ধ্বতনদের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ-আলোচনার সম্ভাবনা আছে। কিছু সরকারি সহায়তা পেতে পারেন। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা।