গাজীপুর

কালীগঞ্জে ফাঁড়ির পাশেই ‘পুলিশ পরিচয়ে’ পাঁচ স্বর্ণের দোকানে লুট!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ‘পুলিশ পরিচয়ে’ উলুখোলা বাজারের পাঁচটি স্বর্ণের দোকানে লুটের ঘটনা ঘটেছে।

ডাকাতদল প্রায় একশো ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।

সোমবার দিবাগত রাতে উলুখোলা পুলিশ ফাঁড়ির পাশেই এ ঘটনা ঘটে।

উলুখোলা বাজারের সজলের মালিকাধীন সোনালী জুয়েলার্স, নারায়ণনের রাজীব জুয়েলার্স, দীপকের শিল্পী জুয়েলার্স এবং সুকান্তের সন্দীপ জুয়েলার্সের থাকাসব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বাজারে দায়িত্বে থাকা পাহারাদারদের বরাত দিয়ে নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু রোজারিও এবং সন্দীপ জুয়েলার্সের মালিক সুকান্ত জানান, রাত এগারোটার দিকে পুলিশের পোশাক পরিহিত ৩০-৪০ জনের একদল ডাকাত বাজারে প্রবেশ করে। তারা প্রথমে বাজারে থাকা সাতজন পাহারাদারকে একটি রুমে নিয়ে বন্দী করে রাখে এবং বাজারের প্রতিটি প্রবেশদ্বারে নিজেদের লোক দিয়ে পাহারা বসিয়ে দেয়। এরপর জুয়েলার্সের দোকানের শাটারে লাগানো তালা ভেঙ্গে একে একে পাঁচ দোকানের সিন্দুকে থাকা প্রায় একশো ভরির বেশি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যায়।

তাঁরা অভিযোগ করে আরো জানান, ‘উলুখোলা পুলিশ ফাঁড়ির পাশেই বাজার। এই ঘটনার পর সকাল আটটা পর্যন্ত কোন পুলিশই ঘটনাস্থল পরিদর্শনে আসেনি’।

পাঁচ স্বর্ণের দোকানে লুটের সত্যতা নিশ্চিত অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আরো জানতে….

পুলিশের সাফল্যে: কালীগঞ্জে ডাকাতি করে পালিয়েও রক্ষা হলনা ৮ ডাকাতের

কালীগঞ্জে এক রাতে চার বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

কালীগঞ্জে নিয়মিত চলছে ডাকাতি, মামলা হলো দস্যূতার?

শিবপুরের কুখ্যাত জুম্মনসহ গণপিটুনিতে দুই ডাকাত কালীগঞ্জে নিহত

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button