গাজীপুর
গাজীপুরে বাংলাদেশ স্কাউটস এর ‘ডে ক্যাম্প’ অনুষ্ঠিত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ স্কাউটস এর গাজীপুর জেলার উদ্যোগে কারিগরি স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের নিয়ে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত ডে ক্যাম্পের উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিন।
ডে ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা কমিশনার অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল আযাদ। বক্তারা বলেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশে ২১ লক্ষ স্কাউট তৈরীর যে লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। স্কাউটিংয়ে মেয়েদের অধিক সংখ্যায় এগিয়ে আসতে হবে।
ডে ক্যাম্পে জেলার বিভিন্ন কারিগরী স্কুল ও মাদ্রাসার দেড় শতাধিক ছাত্রী অংশ গ্রহন করেন।