কালীগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা দম্পতি গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দম্পতি হলো, পলাশ উপজেলার ঘোড়াশাল চরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম হীরা(৪৩) ও তার স্ত্রী সাহিদা বেগম (৩০)।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিহাদুল হক জানান, পলাশ উপজেলার ঘোড়াশাল চরপাড়া এলাকায় রফিকুল ইসলাম হীরা ও তার স্ত্রী সাহিদা বেগম দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল। পুলিশের তাড়া খেয়ে ওই দম্পতি ঘোড়াশাল থেকে গত তিনদিন আগে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বিরতুল এলাকায় প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে ঘড় ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশি করে ঘর থেকে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।