মুক্তিযোদ্ধা কামান্ডারের বাড়িতেই ইয়াবা সেবন করছিল তাঁর ছেলে রাব্বি, অতপর……..
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা মিয়ার বাড়ির একটি ঘরে ইয়াবা সেবন করছিল তাঁর ছেলে মো. রাব্বি(২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে তাকে আটক করে দেহ তল্লাসি পর ২ পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাব্বিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জুবের আলম।
বুধবার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে অভিযান পরিচালনা করে সাবেক ওই মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে রাব্বিকে ইয়াবা সেবন করার সময় আটক করা হয়। পরে তার দেহ তল্লাসি করে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জুবের আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাব্বিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৯(১)(গ) এর ৩৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য : এর আগেও গত ১৭ জুন মো. রাব্বিকে ইয়াবাসহ আটক করেছিল পুলিশ। সেই সময় মুচলেকা দিয়ে কমান্ডার মো. মোস্তফা মিয়া থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে ছিল।