রাশিফল

পছন্দের জীবনসঙ্গী খুঁজে পাবে মকর, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে কুম্ভর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কর্মযোগে গভীর চিন্তাভাবনা। নিজের ইচ্ছে ও বাসনাগুলি নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে নাও থাকতে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

সামাজিক কারণে ঘুরতে যেতে পারেন। জীবিকাক্ষেত্রে লাভের আশা রাখতে পারেন। সম্মান ও সামাজিক অবস্থানের বিশেষ উন্নতি। কর্মে প্রশংসিত।

মিথুন: (২২মে – ২১ জুন)

দিনটি সৌভাগ্যময় হয়ে উঠতে পারে। কর্মভাবে আর্থিক লাভ দিনটিকে আনন্দ মুখর করে তুলতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

শারীরিক ভাবে ক্লান্ত বোধ করতে পারেন। মানসিক ভাবে দুশ্চিন্তাগ্রাস করতে পারে। দিনটিতে কর্মব্যস্ততা বাড়তে পারে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আত্মনিয়ন্ত্রণ বজায় থাকতে পারে। কর্মযোগে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। প্রিয়জন বা সহকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আনন্দিত ও সন্তুষ্ট বোধ করতে পারেন। সহকর্মীদের সাথে সম্পর্কগুলির উন্নতি হবে। নতুন সম্পর্ক তৈরি করার জন্যেও সময়টি ভালো।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কোনও বিষয়ে সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। দিনটি নতুন কাজ শুরু করার জন্য ভালো নয়। বিতর্ক এড়িয়ে চলুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

মানসিক শান্তি ও সুস্বাস্থ্য বোধ করবেন। বাড়ির পরিবেশ আনন্দময় হবে। সৃজনশীল কাজকর্মের প্রতি ঝোক দেখা দেবে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

অস্বস্তিকর বিতর্কের সম্মুখীন হতে পারেন। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। কোনও পরিস্থিতিতে মেজাজ নিয়ন্ত্রণ হারাতে পারে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

ভ্রমণ পরিকল্পনাটি লাভদায়ী ও আনন্দমুখর হবে। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। কর্মযোগে শুভ পরিবেশ বজায় থাকবে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কর্মযোগে স্বীকৃতি এবং সৃজনশীল ভাব প্রকাশ পেতে পারে। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

শারীরিক ভাবে ক্লান্ত বা বিভ্রান্ত থাকতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও প্রিয়জনদের সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। অর্থে শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button