গাজীপুর

গাজীপুরে অবৈধ ইটভাটায় অভিযান: ৪০ লাখ টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের জন্য দেওয়া উচ্চ আদালতের নির্দেশনার পর গাজীপুর মহানগরের বাঘিয়া ও রাজাবাড়ী এলাকায় গড়ে উঠা অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট তৈরির দায়ে ৮ ইটভাটা মালিককে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। তাদের প্রস্তুত করা ইট গুড়িয় দিয়ে ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকালে রাজাবাড়ী এলাকার হিকমত আলীর মালিকানাধীন রূপসা ব্রিকস (আরবিসি) ও বাঘিয়া ন্যাশনাল ব্রিকস (বিএনবি), বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-২ (বিএবি) এবং বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-২, বন্ধু ব্রিকস (বিএন্ডবি) এবং সিদ্দিক হোসেনের মালিকানাধীন বাঘিয়া অলি ব্রিকস (বিওবি), আফছার উদ্দিনদের জিন্নত ব্রিকস-১ (এমজে বি) এবং জিন্নত ব্রিকস-২ (এমজেবি) ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসব ইটভাটার মালিককে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর মহানগরসহ বিভিন্ন উপজেলায় বেশ কিছু ইটভাটা রয়েছে। এসব ভাটা নিয়মনীতি তোয়াক্কা না করে পরিবেশ দূষণ করে যাচ্ছে। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এস.কে মুজাহিদ, আব্দুর রাজ্জাক, দিলরুবা আক্তারসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর বায়ুদূষণ কমাতে ঢাকা ও এর পাশের চারটি জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ সব ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

 

 

আরো জানতে…

শ্রীপুরে নদের পারে অবৈধ ভাটার সারি

গাজীপুরের ৩৫২ ইটভাটার মধ্যে ২৭৪টিই অবৈধ

ঢাকার আশপাশের ইটভাটা বন্ধের নির্দেশ

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button