কালীগঞ্জে এক রাতে চার বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে এক রাতে চার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতরা নগদ টাকা, স্বর্নালংকারসহ বেশ কয়েকটি মোবাইল ফোন লুটকরে নিয়ে গেছে। এছাড়াও বাবা-ছেলেসহ তিন জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের পুইনারটেক গ্রামের কবির উদ্দিন ভূইয়া, নুরুল ইসলাম ও চুয়ারিয়া খোলা গ্রামের হুমায়ুন মাষ্টার, রমেশ চন্দ্র দাসের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
ভুক্তভোগী হুমায়ুন মাষ্টার জানান, সোমবার রাত ১ টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল অস্ত্র-শস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আমাকে এবং আমার স্ত্রীর হাত-পা বেধেঁ আমাদের ৫বছর বয়সী নাতনী মাইসা জান্নাত জারার গলায় ছুরি ধরে জিম্মি করে। এ সময় ডাকতরা আলমিরার তালা ভেঙ্গে নগদ ২৯ হাজার টাকা, ৫টি দামি মোবাইল সেট, স্বর্নের আংটি ৫টি, চেইন ২টি, ২ জোড়া কানের দুল ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ২লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অপর ভুক্তভোগীরা আরো জানান, একই রাতে পার্শ্ববর্তী রমেশ চন্দ্র দাসের বাড়িতে ৮/৯ জনের একটি ডাকাত দল একই কায়দায় সজল দাস, মাদুরী রাণী দাসের হাত-পা বেধেঁ এবং ২বছর বয়সী ২শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে, সজলের ঘরে থাকা ৪ হাজার টাকা, এক জোড়া ২ আনা ওজনের কানের দুল, ৩টি মোবাইল ফোন এবং তার ভাই বাদলের সুকেচের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকারক ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় পৌনে ২ লক্ষ টাকার মালামাল লুট-পাট করে নিয়ে যায় ওই ডাকাতরা।
অপরদিকে পুইনারটেক গ্রামের নুরুল ইসলামের বাড়িতে রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুুতিকালে ওই বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।
এছাড়াও রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ডাকাতরা একই গ্রামের কবির উদ্দিন ভুইয়ার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।
এ সময় ডাকাতরা কবির উদ্দিন ভুইয়া (৬০), তার স্ত্রী হাসনে আরা বেগম ও তাদের ২ ছেলে মুহিম ভুইয়া, মুনিম ভুইয়া,স্ত্রী তানিয়া আক্তার, দেড় বছর বয়সের আকি ও ২ বছর বয়সের তামিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরার তালা ভেঙ্গে নগদ ৪৪ হাজার টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫টি দামী মোবাইল ফোন, ১টি নতুন ইজিবাইক যার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট-পাট করে নিয়ে যায়। এতে বাধা দিলে কবির উদ্দিন ভুইয়া, ছেলে মুহিন ও মুনিমকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও গুরুতর আহত করে। গুরুতর আহত কবির উদ্দিন ও তার ছেলে মুহিনকে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় কাজি মুজিবুর রহমান, আবু তাহের আকন্দ, সাইফুল ইসলাম, আজিজুল হাকিম, কাজি সবুজসহ একাধিক ব্যক্তি জানান, আমাদের কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা। আইন-শৃঙ্খলার দূর্বলতার সুযোগে কতিপয় দুর্বৃত্তরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। এতে এলাকাবাসী ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসি আরো জানান গত দুই মাসে রায়েরদীয়া, মঠবাড়ি, নাগরীসহ বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। একটার পর একটা ঘটনা ঘটেই গেলেও প্রশাসনের টনক নড়েনি। ভুক্তভোগী নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় ডাকাতদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যাচ্ছি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়ার মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৫ জানুযারী শনিবার ভোরে ব্রিটিশ ট্যোবাকোর এজেন্টের গোডাউন থেকে সিগারেট ও অফিসহতে প্রায় ১৪ লক্ষ ২২ হাজার ৫শত ২৮ টাকা এবং অফিস থেকে নগদ ২০ লক্ষ ১৮ হাজার ৪ শত ৬৫ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে আজাহার ট্রেডিং লিমিটেডের সেলস্ সুপারভাইজার মো. আব্দুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।