বঙ্গতাজ অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্রদের উপর বহিরাগতদের হামলা, আহত-২০
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বঙ্গতাজ অডিটোরিয়ামে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নবীণ বরণ ও বিদায় সংবর্ধানা অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্রদের উপর হামলা চালিয়ে অডিটোরিয়ামে ভাংচুর করেছে বহিরাগতরা।
হামলায় শিক্ষক ও ছাত্রসহ অন্তত: ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ২ ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মহানগরের কোনবাড়ি এলাকায় অবস্থিত ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (আই-টেইট) কলেজের নবীণ বরণ ও বিদায় সংবর্ধানা অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হামলার আহত ওই কলেজের শিক্ষক নাজমুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে বঙ্গতাজ অডিটোরিয়ামে কলেজের নবীণ বরণ ও বিদায় সংবর্ধানা অনুষ্ঠান চলছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বহিরাগত ৪ যুবক ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় তিনি ভেতরে প্রবেশের কারণ জানতে চাইলে যুবকরা অভিযোগ করে বলেন কলেজের দুই ছাত্রের সাথে তাদের কথাকাটাকাটি হয়েছে তাদের খুঁজতেই বহিরাগত ভেতরে প্রবেশ করতে চায়।
তিনি আরো জানান, অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে বহিরাগত ওই যুবকদের আশ্বাস দিলেও তা না মেনে ভেতরে প্রবেশর চেষ্টা করে এবং তাকে মারধর করেন।
কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম এবং আহত ছাত্ররা জানায়, শিক্ষক নাজমুল ইসলামের চিৎকার শুনে ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে এক যুবককে ধরে অডিটোরিয়ামের একটি রুমে আটকে রাখে। বাকিরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বহিরাগত ওই যুবকরা আরো কিছু যুবকদের সাথে নিয়ে দা, লাঠি, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে অডিটোরিয়ামে হামলা চালায়। এ সময় যুবকরা অডিটোরিয়ামের বারান্দায় থাকা থাইগ্লাসের দরজা, অডিটোরিয়ামের ভেতরের চেয়ার ভাংচুর এবং ছাত্রছাত্রীদের মারধর করে আটক করা যুবককে নিয়ে চলে যায়। এ ঘটনায় অন্তত: ২০ জন আহত হয়।
আহত মৃদুল, সৌরভ, সাকিব, রিমন ও দুর্জয়কে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ধারলো অস্ত্রের আঘাতে আহত মৃদুল ও সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার মো: সোহরাব হোসেন বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।