আন্তর্জাতিক

লন্ডন ব্রিজে নকল ‘আত্মঘাতী’ পোশাকে হামলা, নিহত ৩

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২ পথচারী নিহত হয়েছেন। এসময় আরো বেশ কয়েকজন আহত হন। পুলিশের সাথে গোলাগুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ওই হামলাকারী।

স্থানীয় সময় ২৯ নভেম্বর শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। তারা জানায়, ওই হামলাকারী নকল আত্মঘাতী হামলার পোশাক পড়ে লন্ডন ব্রিজে অতর্কিতে পথচারীদের উপর হামলা চালায়।

ওই হামলাকারীর বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এক বছর কারাগারেও ছিলেন তিনি। হামলাকারীকে নিবৃত্ত করতে তার দিকে গুলি ছুড়ে পুলিশ। এসময় পুরো এলাকাজুড়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় ডেইলি মিরর। ঘটনার পরপর গোটা এলাকার নিরপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।

প্রত্যক্ষদর্শীতের বরাতে ডেইলি মিরর জানায়, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন। তার হাতে চাকু ছিল।

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে বলেন, ‘আমি লন্ডন ব্রিজ থেকে একটু দূরে ছিলাম। কিন্তু আমি গুলির শব্দ শুনতে পাই।’

লন্ডন পুলিশ ছুরিকাঘাতের এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে। ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

আর হামলাকারীকে আটকে দেয়ায় সাধারণ জনগণের বীরত্বের প্রশংসা করেছেন লন্ডন মেয়র সাদিক খান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button