সারাদেশ
গফরগাঁওয়ে ওয়াক্ফ সম্পত্তির মাছ, ধান লুট
বিশেষ প্রতিনিধি : গফরগাঁও উপজেলার পাগলা থানার সতের বাড়ি গ্রামে ওয়াকফ্ সম্পত্তির পুকুর থেকে মাছ ও ক্ষেতের ধান লুটের অভিযোগ পাওয়া গেছে।
ওয়াক্ফ অ্যাস্টেটের মোতাওয়াল্লী মাহবুবুর রহমান জানান, সম্প্রতি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক মোতাওয়াল্লীকে অপসারণ করে ওয়াক্ফ প্রশাসন। এতে ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় সাবেক মোতাওয়াল্লী পক্ষ ওয়াক্ফকৃত পুকুরের মাছ তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসীর বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় ভাড়াটে সন্ত্রাসী এনে সতের বাড়ি গ্রামে ওয়াক্ফকৃত পুকুরের মাছ ও ক্ষেতের ধান কেটে নেয়। নবনিযুক্ত মোতাওয়াল্লী মাহবুবুর রহমান অভিযোগ করে জানান, তিনি নিজেও জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। তাকে বার বার জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন।