আলোচিত

পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় ৩ পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে জনতা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় টাঙ্গাইলের মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুলসহ তিন পুলিশ সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি এলাকার গাবিলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যরা হলেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, মো. রাসেল ও সোর্স হাসান মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই রিয়াজের নেতৃত্বে তারা গাবিলার বাজারে গিয়ে হতিয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের গণধোলাই দিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে। খবর পেয়ে সখীপুর এবং মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে গতকাল বুধবার একই কায়দায় এএসআই রিয়াজ তার সহযোগীদের নিয়ে মির্জাপুর থানার টান পলাশতলী গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ারের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ ও এসআই ফয়েজ উদ্দিনের নেতৃত্বে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button