তথ্য প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বজুড়ে ফেসবুক ‘ডাউন’

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুকে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় রাত ৮টার পর থেকে বিশ্বজুড়ে বেশ কিছু দেশে ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা।

বৃহস্পতিবার ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুকে করিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে সমস্যার কথা এখনো স্বীকার করেনি ফেসবুক কতৃপক্ষ।

ব্যবহারকারীরা বলছেন, রাত ৮টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন।

তারা বলছেন, ফেসবুকে প্রবেশ করার সময় সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিলেও ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সূত্রে জানা যায়, রাত ৮টার পর থেকে থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button