ভাওয়াল মির্জাপুরে ট্রাক-মোটরসাইলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত ২
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে ইটবাহী ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভাওয়াল মির্জাপুরের আঙ্গুটিয়াচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের তালতৈল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোয়াজ্জেম (৩৮) ও একই গ্রামের সফি উল্যাহর ছেলে শরিফুল ইসলাম (২২)। শরিফুল ইসলাম ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো: তাফাজ্জল সিকদার জানান, বুধবার সন্ধ্যায় মোয়াজ্জেম ও শরিফুল একটি মোটরসাইকেল যোগে আঙ্গুটিয়াচালা যাচ্ছিলেন। পথে আঙ্গুটিয়াচালা এলাকায় একটি ইটাবাহী ট্রাক সড়কে ওঠার সময় তাদের মোটরসাইকেলের সাথে প্রথমে সংঘর্ষ এবং পরে মোটরসাইকেটি ট্রাকের সাথে জড়িয়ে পার্শ্ববর্তী বৈদুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল আরোহী ওই দুইজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাদিকুল হক তুহিন জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।