রাশিফল

মঙ্গলবারের রাশিফল, তারিখ- ০৮/০১/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

আর্থিক লেনদেন। ধার দেওয়ায় বিরত থাকুন। আদালত সংক্রান্ত বিষয়ে সমস্যা। প্রেম নিয়ে মানসিক উত্তেজনা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

ইতিবাচক চিন্তা। মানসিক ভারসাম্য বজায় থাকবে। প্রেমে সফলতা। সক্রিয় ও চনমনে মন। শিক্ষায় শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)

মানসিক শান্তি বজায়ে ধর্মীয় ক্রিয়াকলাপ। ব্যয় বৃদ্ধি। দিনের শেষভাগে শুভ। প্রেমের সফলতা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেমে সাফল্য। সতেজ ও প্রাণবন্ত। পরিবার আত্মীয়র সঙ্গে গোলোযোগ। ভ্রমনের পরিকল্পনা। ব্যবসায়ে শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

শিক্ষায় শুভ। মানিয়ে চললে সমস্যা থেকে মুক্তি। নতুন পরিকল্পনায় পদক্ষেপ কটাদিন বাদে নেওয়াই শ্রেয়। দাম্পত্যে শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

সৃজনশীল ব্যবহার। চিন্তা মানসিক দ্বন্দ্বে ফেলতে পারে। অপ্রত্যাশিত খরচ। প্রেমযোগ মিশ্র। কর্মে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

বাড়ির কাজে মনোনিবেশ। ব্যবহার ও সাফল্য প্রশংসা এনে দেবে। সুখবর পেতে পারেন। পরিবারে শান্তি। প্রেমে সমস্যা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

শারীরিক অলসতা। মানসিক অবস্থার উন্নতি। সমাজে মেলামেশা। প্রেমের যোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেমে অবিবেচক ভাবে অপ্রিয় কথা। আপনার পদক্ষেপ অন্যের মনে আঘাত। ঊর্ধ্বতনদের ব্যবহারে হতাশা। ব্যবসায়ে বিবাদ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

মানিয়ে নিতে পারলে কাজের পরিবেশ বন্ধুত্বপূর্ণ। আমোদ প্রমোদ। আর্থিক লাভের সম্ভাবনা। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কর্মে প্রশংসিত। কর্মক্ষেত্রের সাফল্য। সামাজিক সম্মান। আর্থিক লাভ। প্রেম শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আর্থিক লাভ। সামাজিক সম্মান। প্রতিপত্তি বৃদ্ধি। ব্যবসা বাড়ার সম্ভাবনা। নতুন দাম্পত্যে অপেক্ষার অবসান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button