গাজীপুর
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রেল পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫৫ বছর। পড়নে খয়েরি হাফ শার্ট ও হলুদ চেকলুঙ্গি রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর উপজেলার উত্তর বক্তারপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে অজ্ঞাত ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে মাথা থেকে ধর বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।