কালীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি চুমকি, সা. সম্পাদক আবুবকর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ। সম্মেলনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিকে উপজেলা সভাপতি এবং এইচ এম আবুবকর চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার দেওপাড়া এলাকার শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট রেলওয়ে ঈদগাহ ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি। সভাপতিত্ব করেন মেহের আফরোজ চুমকি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন আহাম্মেদ প্রমুখ।