সারাদেশ

নারায়ণগঞ্জে কিশোরের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে সোহান নামের এক কিশোরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রবিবার দুপুরে কবিরুল ইসলাম নামের এক গণমাধ্যমকর্মী তার ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। এরপর থেকেই সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পাঁচ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ফুলহাতা জামা পরিহিত এক কিশোর পিস্তল উঁচিয়ে আকাশের দিকে তাক করে গুলি ছুড়ছে। ফেসবুকের ওই পোস্টটিতে গণমাধ্যমকর্মী কবিরুল ইসলাম দাবি করেন, কিশোরটি পাগলা বৌবাজার এলাকার কালা জাহাঙ্গীরের ছেলে সোহান।

পোস্টটিতে তিনি লেখেন, ভিডিওটা দেখে আঁতকে উঠেছি। প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে সোহান নামের এ সন্ত্রাসী। এটা ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকার কোনো এক স্থান থেকে ধারণ করা। এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী অস্ত্র প্রশিক্ষণ ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই কুতুবপুর ইউনিয়নকে সবচেয়ে আতঙ্কিত এলাকা হিসেবে বিচার করা হয়। এমন একটা সময়ে এ ভিডিওটি প্রকাশ পেলো যখন কুতুবপুরে চলছে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর রাম রাজত্ব। বৌবাজার এলাকার কালা জাহাঙ্গীরের পুত্র সন্ত্রাসী সোহানকে গ্রেফতার করলে এই অস্ত্র ও তার মদদদাতাদের নাম পাবে প্রশাসন। আর আটক করতে না পারলে অশান্ত কুতুবপুরে খুন-খারাবি চলবেই।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এখন পর্যন্ত এ বিষয়টি আমার জানা নেই। যদি ফেসবুকে কেউ এমন ভিডিও প্রকাশ করে থাকেন তাহলে সেটা আমরা শিগগিরি খতিয়ে দেখবো। অবশ্যই অস্ত্র প্রদর্শনকারী ওই ছেলেকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় এনে অস্ত্র উদ্ধার করব।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button