গাজীপুর
পরিবেশ দূষণের দায়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পরিবেশ দূষণের দায়ে সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি কারখানায় অভিযান পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভবানীপুরে লিথি গ্রুপের ‘এপারেল২১’ এ অভিযান পরিচালনা করে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ অনুযায়ী এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।