গাজীপুর
চান্দনা চৌরাস্তায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চান্দনা চৌরাস্তায় পাথর বোঝাই ট্রাক চাপায় সফিকুল ইসলাম সুমন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ময়মনসিংহের নান্দাইল থানার পাচঁরুখীবাজার এলাকার সৈয়দ আলতাফ উদ্দিন ছেলে।
জিএমপি’র বাসন থানার এসআই মোশারফ হোসেন জানান, চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরের শিমুলতলীগামী পাথর বোঝাই এক ট্রাকের নীচে চাপা পড়েন সুমন। এতে ঘটনস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।