অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য
আমার প্রথম ক্রাশ, তুলোশী চক্রবর্তী
আমার প্রথম ক্রাশ
———————–
বন্ধু তোমায় প্রথম দেখায়
আমার পরানে ঘটেছে যে উল্কাপাত,
ঐ লোচন যুগলের চাহনিতে
আমি কুপোকাত,
পলকহীন ঐ চোখে তোমার
জাগায় আমার মনে গভীর আকর্ষন,
তার সঙ্গে কপালের ভাজেও যেনো
ঝড়ায় শ্রাবনের মতোই বর্ষণ,
রুপকথার শ্রেষ্ঠ হাসিটি যেনো
তোমার বদনেই শোভা পায়
তাইতো রয়েগেছো তুমি
আমার প্রতিক্ষনের ভাবনায়,
তোমার দৃষ্টিপথের অবাক নেশায়
হৃদয় মঞ্চে লেগেছে ঢেউ
উতলা মন বলছে শুধু
তুমি হয়ে যাও আমার কেউ,
নেশার ঘোরে হৃদয় জ্বলে
ঘুরছি তাই তোমারি চারিধারে
মন কেড়েছো তুমি আমার
তোমারি মিষ্টি ব্যবহারে,
ও বন্ধু রে তুই শুধু মোর দিকেতে
একটু ফিরে চাস
তুই যে ভাললাগার
আমার প্রথম ক্রাশ।
লেখকঃ–তুলোশী চক্রবর্তী, কোচবিহার।