কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অজ্ঞাত(৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪ টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মফিজ মল্লিক বলেন, দেওপাড়া এলাকায় টংগী-কালিগঞ্জ-ঘােড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর কালীগঞ্জ অংশের নীচে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বিকেল ৪ টার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার গায়ে সাদা চেক লুঙ্গি ও লাল চেক শার্ট ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, বেশ কিছুদিন যাবত নিহত ওই লোককে এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা যেত। তিনি মানসিক রোগী (উন্মাদ) ছিলেন বলেও অনেকের ধারণা।