বিকাশ চক্রের নতুন আয়োজন (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিকাশ যতটা জনপ্রিয় ঠিক ততটাই জনপ্রিয় বিকাশ চক্র শব্দটা। দিন যত যায় বিকাশ চক্রের সদস্যা দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছে তাদের এই প্রতারণা। নতুন নতুন কৌশল বের করে বিকাশে প্রতারণা চালিয়ে যাচ্ছে প্রতারক চক্র।
শুক্রবার (২২ নভেম্বর) ঠিক দুপুর ১২ টার পর পর রবিউল ইসলাম শুভ’র ফোন নম্বরে একটি বিকাশ এজেন্ট নামধারী একজন ফোন দিয়ে বলেন, আপনার অ্যাকাউন্টি বন্ধ আছে। আপনি চাইলে আমরা খুলে দিবো। যদিও শুভ বিষয়টি বুঝতে পারে এটি প্রতারক চক্রের কল তাই সে বুদ্ধি করে বিকাশ চক্রের সাথে কথোপকথন রেকর্ড করে একটি ভিডিও তৈরী করে এবং সেটি ইউটিউবে প্রকাশ করে।
বিকাশ এজেন্ট পরিচয় দেওয়া সে ব্যক্তির নাম সৈকত চৌধুরী বলে জানান রবিউল ইসলাম শুভ।
তিনি বলেন, এই সৈকত চৌধুরী নামের ব্যাক্তিটি আজকে আমাকে 01880269047 নম্বর থেকে কল দিয়েছে। এবং যখন আমাকে বললো সে বিকাশ অফিস থেকে কল দিয়েছে এবং ঠিকানা মহাখালী বলাতে আমার সন্দেহ হয় তার কারণ এর আগেও একদিন মহাখালী থেকে আমাকে এভাবে কল দিয়ে একটি চক্র আমার সাথে এভাবেই কথা বলে। তাই আজকে আমি তার কল রেকর্ড করে আমার ইউটিউবে ছেড়ে দেই।
তিনি আরও বলেন, প্রশানের দৃষ্টিতে যেন এ ঘটনাটি আসে সে কারনেই ভিডিওটি তৈরী করি সেই সঙ্গে মানবিক দায়বদ্ধতার দিক থেকে সবাইকে সচেতন করার জন্যই এই ভিডিওটি। তারপরেও প্রশানের কাছে বিনিত অনুরোধ থাকবে এই বিকাশ চক্রকে আইনের আওতায় এনে যেন কঠোরতম শাস্তি দেন তাহলে বাকি প্রতারকরা নিজেদের গুটিয়ে নিবে বলে আমার বিশ্বাস।