সালনায় মাইক্রোবাস চাপায় ‘নারান্দি উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মাইক্রোবাস চাপায় হারুন অর রশিদ(৫০) নামে স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে।
জিএমপি’র সদর থানার এসআই মো. শহিদুল ইসলাম বলেন, বিকালে হারুন অর রশিদ সিএনজি চালিত অটোরিকশায় ঢাকা যাচ্ছিলেন। পথে সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই নারান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শিক্ষক হারুন অর রশিদের পরিচয় নিশ্চিত করেন।